এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতার ‘ঘরের ছেলে’ প্রাক্তন ভারত অধিনায়কের বিজেপির প্রচারের মুখ হয়ে ওঠা শুধু সময়ের অপেক্ষা?

কলকাতার ‘ঘরের ছেলে’ প্রাক্তন ভারত অধিনায়কের বিজেপির প্রচারের মুখ হয়ে ওঠা শুধু সময়ের অপেক্ষা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এই মুহূর্তে বাংলার রাজনীতি সরগরম একুশের বিধানসভা নির্বাচনের আবহে। একদিকে যেমন বাংলার শাসক দল তৃণমূল বিধানসভার মসনদ দখলে রাখতে মরিয়া, তেমনি অন্যদিকে বিরোধী দল বিজেপির পাখির চোখ পশ্চিমবঙ্গ বিধানসভার মসনদ দখল। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে বাংলার কথা মাথায় রেখেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এমনকি শুধুমাত্র বাংলার নেতাদের ওপর ভরসা না রেখে কেন্দ্রীয় গেরুয়া শিবির থেকে পাঁচ কেন্দ্রীয় নেতা বাংলার দায়িত্ব গ্রহণ করেছেন। আর এবার প্রচারে চমক দিতে বিজেপি বাংলায় হাজির করতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়ক গৌতম গম্ভীরকে।

গৌতম গম্ভীর লোকসভা নির্বাচনের আগেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। এমনকি তিনি লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্টকে হারিয়েও ছিলেন। ক্রিকেট মহলে গৌতম গম্ভীর কিন্তু যথেষ্ট জনপ্রিয় নাম। বাংলায় সৌরভ গাঙ্গুলীর পরে গৌতম গম্ভীরের জনপ্রিয়তাও খুব একটা কম নয় বলে মনে করা হচ্ছে। আর তাই এবার গৌতম গম্ভীরকে বাংলার ভোটের ময়দানে প্রচারে নামাতে চলেছে গেরুয়া শিবির বলে শোনা যাচ্ছে। এই মুহূর্তে দিল্লির অন্যতম তারকা সাংসদ হলেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরের কলকাতাসহ গোটা রাজ্যে সমর্থকের সংখ্যা নেহাত মন্দ নয়।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার তথা কলকাতা নাইট রাইডার্স এর দুবার আইপিএলে জয় এনে দিয়েছিলেন এই গৌতম গম্ভীর। ভারতকে বিশ্বকাপ জেতান এই ক্রিকেটার তথা নেতা। তাই সেই জনপ্রিয়তার ওপর নির্ভর করেই বাংলায় নির্বাচনী প্রচারের ক্ষেত্রে গৌতম গম্ভীরের ওপর বঙ্গ বিজেপি শিবির নির্ভর করছে অনেকটাই। যেভাবে ক্রিকেট ময়দানে জনতার মন জয় করেছিলেন গৌতম, ঠিক সেভাবে বিজেপির প্রচারে ভোটের ময়দানে লোক টানতে পারেন কিনা তিনি, সেটাই এখন দেখার। কতটা অগ্রণী ভূমিকা তিনি গ্রহণ করবেন, বাংলায় বিজেপিকে এগিয়ে দিতে সেটাই এখন মুখ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গতবছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থীর সাথে প্রচারে দেখা গিয়েছিল গৌতম গম্ভীরকে। তার আগে হকি তারকা সন্দীপ সিং এর সঙ্গেও প্রচারে ছিলেন তিনি। অন্যদিকে জানা গিয়েছে জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনের প্রচারে দেখা যাবে বিজেপির এই তারকা সাংসদকে। ডিসেম্বরের 7 থেকে 9 তারিখের মধ্যে জম্মু-কাশ্মীরে প্রচার অভিযানে তিনি থাকবেন বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীরে আট ধাপের এই নির্বাচন শুরু হয়েছে 28 শে নভেম্বর থেকে। চলবে আগামী উনিশে ডিসেম্বর পর্যন্ত। ভোট গণনা হবে ডিসেম্বরের 22 তারিখ। 370 ধারা রদের পর এই প্রথম জম্মু-কাশ্মীরে নির্বাচন হচ্ছে।

ইতিমধ্যেই সেখানে দুই দফায় জেলা উন্নয়ন পরিষদের ভোট সম্পন্ন হয়েছে। পাশাপাশি চলছে পঞ্চায়েত ভোট। কাশ্মীরের জমিতেও বিজেপি নিজেদের শক্তি যাচাই করে নিতে চাইছে। আর তাই এই মুহূর্তে সেখানকার নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কাশ্মীর উপত্যকায় বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই সেখানকার বিরোধীরা একজোট হয়ে লড়াই চালাচ্ছে। আর কাশ্মীরের সাথে সাথে এখন বিজেপির লক্ষ বাংলার বিধানসভা নির্বাচন জেতা। প্রসঙ্গত বাংলা বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে এখনো কেউ নেই।

সেক্ষেত্রে প্রচার পর্বে জোর দেওয়াই মূল লক্ষ্য বিজেপির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই এমন কাউকে সামনে আনতে হবে, যার জনপ্রিয়তা হতে হবে আকাশছোঁয়া। সে জায়গায় গৌতম গম্ভীর ক্রিকেট ময়দান থেকে শুরু করে রাজনীতিতেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। আর এবার প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের বাংলায় বিজেপির প্রচারের মুখ হয়ে ওঠা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!