এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শাহজাহান কাণ্ডে নয়া মোড়! আজই থানা ঘেরাও, ঝোড়ো ব্যাটিং সুকান্তর!

শাহজাহান কাণ্ডে নয়া মোড়! আজই থানা ঘেরাও, ঝোড়ো ব্যাটিং সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূল সরকারের আমলে কিছু মডেল তৈরি হয়েছে শেখ শাহজাহানের মত তৈরি করা মডেলরা। গোটা বাংলা জুড়ে এতদিন সন্ত্রাস চালিয়ে বেরিয়েছে। কিন্তু এবার তাদের সময় শেষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর হামলার ঘটনার পর থেকেই সেই শেখ শাহজাহান উধাও। তার বিরুদ্ধে লঘু ধারায় মামলা করা নিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। এখনও পর্যন্ত এত বড় ঘটনার সঙ্গে যুক্ত থাকার পরেও সেই শাহজাহানকে ধরা সম্ভব হয়নি। বিরোধীদের বক্তব্য, রাজ্য পুলিশ ইচ্ছাকৃত ভাবেই তাকে ছেড়ে রেখেছে। আর এই পরিস্থিতিতে প্রতিবাদের সুরকে সপ্তমে চড়িয়ে আজ সন্দেশখালীর ন্যাজাট থানা ঘেরাও করতে চলেছে বিজেপি। যার নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির যে কোনো কর্মসূচিতেই প্রশাসন বাধা দেয়। এক্ষেত্রেও যে তেমনটাই হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর হামলা করার পরেও যখন শেখ শাহজাহানকে পুলিশ ধরতে পারে না, তখন সুবিচার চাইতে গিয়ে যদি সেই পুলিশ তাদের আটকে দেয়, তাহলে পাল্টা প্রতিবাদ করার মত ক্ষমতা যে বিজেপির রয়েছে, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি। স্বভাবতই গোটা ঘটনা নিয়ে রীতিমতো তৎপরতা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত, যে রাজ্যে বিরোধীরা সামান্য রাজনৈতিক কর্মসূচি করতে গেলে তাদের পুলিশ আটকে দেয়, সেই রাজ্যে শেখ শাহজাহান নামে এক তৃণমূল নেতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা করলেও, তাকে এখনও পর্যন্ত ধরতে পারছে না পুলিশ। অর্থাৎ বোঝাই যাচ্ছে, পুলিশের মোটিভটা কি? এই বিষয় নিয়েই এদিন বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়েছে বড়সড় পদক্ষেপ। সূত্রের খবর, আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ন্যাজাট থানা ঘেরাও করা হবে। কিন্তু পুলিশ যদি মাঝপথে তাদের আটকে দেয়, তখন কি করবে বিজেপি? ইতিমধ্যেই এই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সভাপতি। তার স্পষ্ট বার্তা, যদি পুলিশ কোথাও তাদের আটকে দেয়, সেখানেই বসে পড়বে বিজেপি। অর্থাৎ পুলিশের ভয়ে যে বিজেপি ভীত হবে না এবং এই বিষয় নিয়ে যে তারা আজ পুলিশের চোখে চোখ রেখে সুবিচারের দাবিতে লড়াই করবে, তা স্পষ্ট বলেই মনে করছেন একাংশ।

ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপিও। তাদের দাবি, এই রাজ্যের প্রশাসনের লজ্জা বলতে কিছু নেই। তারা চোর অপরাধীদের ধরতে ভুলে গিয়েছে। তাই শেখ শাহজাহান এত বড় অপরাধ করলেও তাকে প্রশাসন ধরতে পারছে না কিন্তু বিজেপিকে আটকাতে তারা সিদ্ধহস্ত। তবে এর ফল পুলিশকে পেতেই হবে। মানুষ নিজেদের অধিকার লড়াইয়ের দাবিতে রাস্তায় নেমেছে। তাই চোর দুষ্কৃতি কারীদের জেলে যেতে হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গে চুরি, দুর্নীতি, বেকারত্ব, শিল্পের অভাব এত পরিমাণে চেপে বসেছে যে, মানুষ তৃণমূলের ওপর বিরক্ত। আজকে প্রত্যেকটি ভোট শুধুমাত্র গুন্ডা দুষ্কৃতীদের ওপর ভর করেই পার করতে হয় রাজ্যের শাসক দলকে। এতদিন ধরে এত বড় অপরাধ করেও লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান। কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। তাহলে হয় পুলিশ কাজ করতে ভুলে গিয়েছে, তা না হলে ইচ্ছে করে সেই পুলিশকে নির্দেশ দিয়ে এই শাসকদলের ওপরতলা শেখ শাহাজাহানকে নিরাপদে রাখছে। তাই আজ চোখে চোখ রেখে প্রতিবাদ করে নবান্নকে বিড়ম্বনায় ফেলতে প্রস্তুত গেরুয়া শিবির। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!