এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > চূড়ান্ত ডামাডোল উত্তরবঙ্গ বিজেপিতে, দলবিরোধী মন্তব্য করায় শোকজ দাপুটে নেতাকে

চূড়ান্ত ডামাডোল উত্তরবঙ্গ বিজেপিতে, দলবিরোধী মন্তব্য করায় শোকজ দাপুটে নেতাকে

চূড়ান্ত ডামাডোল উত্তরবঙ্গ বিজেপিতে। প্রকাশ্যে চলে এল গোষ্ঠীদ্বন্দ্ব, যা নিয়ে কার্যতই অস্বস্তিতে বিজেপি নেতৃত্ত্ব। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, সম্প্রতি শিলিগুড়িতে নতুন জেলা কমিটি ঘোষণা করেছে বিজেপি জেলা নেতৃত্ত্ব। কিন্তু জেলা কমিটি থেকে বাদ পড়েছেন এলাকার দাপুটে বিজেপি নেতা হিসাবে পরিচিত হনুমান আগরওয়াল। আর এই জেলা কমিটি থেকে বাদ পরেই তিনি অভিযোগ এনেছেন ‘লবিবাজির’, আর তার সঙ্গেই জেলা নেতৃত্ত্বের প্রতি প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। বিজেপি সূত্রে অভিযোগ, এই সময়ে প্রকাশ্যে তিনি বিভিন্ন মন্তব্য করেছেন যা সম্পূর্ণ দলবিরোধী আর তাই তার পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করা হয়েছে। সূত্রের খবর, শোকজের জবাব ঠিকঠাক না হলে তাঁর বিরুদ্ধে ‘চরম’ পদক্ষেপ নিতে পারে দল। আর এই খবর সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে উত্তরবঙ্গ বিজেপিতে, পঞ্চায়েত নির্বাচনের আগে এইভাবে দলীয় অন্তর্কলহ প্রকাশ্যে চোলে আসায় কার্যতই অস্বস্তিতে বিজেপি নেতৃত্ত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!