এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা বাড়িয়ে বিজেপি শীর্ষনেতার সঙ্গে বৈঠক শাসকশিবিরের শীর্ষ নেতার! দ্রুত বদলাচ্ছে সমীকরণ?

জল্পনা বাড়িয়ে বিজেপি শীর্ষনেতার সঙ্গে বৈঠক শাসকশিবিরের শীর্ষ নেতার! দ্রুত বদলাচ্ছে সমীকরণ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে কঙ্কনা সেনশর্মাকে নিয়ে বিতর্কে জেরে শিবসেনার সঙ্গে এখন বিজেপির সম্পর্ক খুব একটা ভালো নয়। কিন্তু বিজেপির সঙ্গে যখন শিবসেনার সম্পর্কের মাধুর্যতা লোপ পাচ্ছে, ঠিক তখনই মহারাষ্ট্রের বিরোধী দলনেতা বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ করলেন শিবসেনার অন্যতম মুখপাত্র সঞ্জয় রাউত।

যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। দু’পক্ষের মধ্যে গণ্ডগোলের মাঝে ঘটা করে দু’পক্ষের দুই নেতার এই সাক্ষাৎ কেন, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। যদিও বা দুজনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। তবে দুজন রাজনৈতিক নেতা বৈঠক করলেন, অথচ তাদের মধ্যে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হল না, তা মানতে নারাজ বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়কালে এনডিএ জোট ভেঙে এই দেবেন্দ্র ফড়নবিশকে দায়ী করে সেখান থেকে বেরিয়ে আসে শিবসেনা। আর এর পরেই কংগ্রেসের সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন শিবসেনার উদ্ধব ঠাকরে। পরবর্তীতে সেই শিবসেনার বিরুদ্ধে একের পর এক আক্রমণ করতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে।

পরিস্থিতি এমন আকার নিয়েছে যে, সুশান্ত সিং রাজপুত এবং কঙ্কনা সেনশর্মাকে নিয়ে গোটা ভারতবর্ষের নানা মহল যখন টালমাটাল, ঠিক তখনই দু’পক্ষের মধ্যে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে। আর এই অবস্থায় মুম্বইয়ের বিলাসবহুল হোটেলে দেখা করেন শিবসেনার সঞ্জয় রাউত এবং বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। স্বাভাবিকভাবেই এই বৈঠককে কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তাহলে কি দুই নেতার এই বৈঠকের পরে শিবসেনা এবং বিজেপির মধ্যে তিক্ততা মিটে যেতে চলেছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু দুই দলের দুই নেতাই অবশ্য সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়েছেন। এদিকে এই প্রসঙ্গে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, “কয়েকটি বিষয় নিয়ে আলোচনার জন্য দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করেছিলাম। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং নির্বাচনে বিজেপির দায়িত্বে আছেন। মতাদর্শ নিয়ে আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে। তবে আমাদের শত্রু নেই। কোনো বিষয়ের সঙ্গে দেখা করা কি কোনো অপরাধ! যখন শরদ পাওয়ারের সাক্ষাৎকার নিয়েছে, তখনই ঘোষণা করেছিলেন যে, আমি ফড়নবিশ, রাহুল গান্ধী এবং অমিত শাহের সাক্ষাৎকারে পরিকল্পনা করেছি।”

অন্যদিকে এই ব্যাপারে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ বলেন, “শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত আমার কাছে সাক্ষাৎকার নিতে এসেছিলেন। সেই বিষয়ে বৈঠক হয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।” তবে দুই দলের দুই নেতা যে কথাই বলুন না কেন, পরিস্থিতি যে ক্রমশ ঘোরালো হয়ে উঠছে এবং ধীরে ধীরে শিবসেনা এবং বিজেপি যে কাছাকাছি আসতে চলেছে, সেই ব্যাপারটি একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহলের কাছে। তবে গোটা বিষয়টিকে দু’পক্ষ উড়িয়ে দিলেও, সঞ্জয় রাউত এবং দেবেন্দ্র ফড়নবিশের এই সাক্ষাৎকার আগামী দিনে কোন রাজনৈতিক বার্তা বহন করে আনে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!