এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারীর দলবদলের ইচ্ছাকে আটকে দিয়ে এক ‘কুম্ভ’ হয়ে উঠছেন বাবা শিশির অধিকারী?

শুভেন্দু অধিকারীর দলবদলের ইচ্ছাকে আটকে দিয়ে এক ‘কুম্ভ’ হয়ে উঠছেন বাবা শিশির অধিকারী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নন্দীগ্রামের ভূমিপুত্র তথা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। তিনি মন্ত্রী, তৃণমূলের শীর্ষ নেতা। কিন্তু তা সত্ত্বেও শাসক দলের সঙ্গে তার ক্রমাগত দূরত্ব বেড়েই চলেছে। শুধু দূরত্ব বৃদ্ধি নয়, একের পর এক দলহীন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে এমন কিছু মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী, যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়ছে ঘাসফুল শিবিরের।

তাই এই পরিস্থিতিতে যত দিন যাচ্ছে, ততই শুভেন্দু অধিকারী বিরোধী শিবিরে নাম লেখাতে পারেন বলে জল্পনা ছড়িয়ে পড়তে শুরু করেছে। তবে ছেলে শুভেন্দু অধিকারী যখন একের পর এক মন্তব্য করে জল্পনা বাড়িয়ে দিচ্ছেন, ঠিক তখনই মুখ খুললেন তাঁর বাবা তথা জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী। যেখানে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, বিজেপিতে যোগদান করার মত বোকামি কেউ করবে না। অর্থাৎ তার ছেলে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তার সমস্তটাই যে ভিত্তিহীন, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূলের বর্ষিয়ান নেতা শিশির অধিকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

কি বললেন শিশিরবাবু? এদিন শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা প্রসঙ্গে মুখ খোলেন তার পিতা শিশির অধিকারী। তিনি বলেন, “বিজেপিতে যোগদান করার মত বোকামি কেউ করবে না।” একাংশ বলছেন, পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবার সেখানে তৃণমূলকে নতুন করে জায়গা করে দিয়েছে। বাম সরকারকে সরানোর পেছনে এই অধিকারী পরিবারের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু তৃণমূলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর থেকেই দল এবং সরকারের সঙ্গে ক্রমাগত দূরত্ব তৈরি হতে দেখা গেছে শুভেন্দু অধিকারীর। এমত পরিস্থিতিতে “দাদার অনুগামী” বলে পৃথক মঞ্চ গঠন করে সেখানে অনুগামীদের ডাকে উপস্থিত হতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এমনকি এই মঞ্চগুলোতে উপস্থিত হয়ে কোনো রকম রাজনৈতিক বক্তব্য না দিয়ে নিজের লড়াইয়ের কথা তুলে ধরেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। যা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই বলছেন, শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়া এবং বিজেপিতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। আর বিধানসভা নির্বাচনের আগে যদি এই সম্ভাবনা সত্যি হয়, তাহলে তা যে তৃণমূলকে বড়সড় বেকায়দায় ফেলে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। অবশেষে এই ব্যাপারে মুখ খুলে তার ছেলে যে বিজেপিতে কোনমতেই যোগ দিচ্ছেন না, তা কার্যত নিজের মন্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারীর পিতা তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির অধিকারী।

 

অনেকে আবার বলছেন, শুভেন্দু অধিকারী যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে নিয়েছেন। এখন দেখার বিষয়, তিনি কোন পথ অবলম্বন করেন‌। তবে দলহীন কর্মসূচিতে যোগ দেওয়ার মাঝেই একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে দেখা গেছে তাকে। যেখানে রাজ্য সরকারের উন্নয়ন প্রসঙ্গে মন্তব্য করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। স্বাভাবিকভাবেই তার অবস্থান নিয়ে ক্রমশ জল্পনা বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে শিশির অধিকারীর শুভেন্দু অধিকারী সম্পর্কে এই ধরনের মন্তব্য আগামীদিনে শুভেন্দুবাবুর রাজনৈতিক অবস্থানকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!