এখন পড়ছেন
হোম > জাতীয় > সাবধান! সব্জি বাজার-মুদিখানা থেকেই ছড়াচ্ছে করোনা! কঠোর পদক্ষেপের পথে সরকার?

সাবধান! সব্জি বাজার-মুদিখানা থেকেই ছড়াচ্ছে করোনা! কঠোর পদক্ষেপের পথে সরকার?


যত দিন যাচ্ছে, তত নতুন রূপে দেখা দিতে শুরু করেছে করোনা ভাইরাস। কিভাবে করোনা ভাইরাসের উৎপত্তি ঘটেছে, তা নিয়ে প্রতিদিন নানা রহস্য উন্মোচন হতে শুরু করেছে বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত এই করোনা ভাইরাস সৃষ্টির তেমন কোনো উৎস স্থল না পেলেও, পরিষ্কার পরিছন্নতা অবলম্বন করতে বলছেন সকলকেই। সেদিক থেকে বাইরে মানুষ বাজার করতে বেরোলে বাড়িতে এসে যেন সকলের নিজেদের হাত পরিষ্কার করে নেন তার ব্যাপারে বারবার বার্তা দেওয়া হচ্ছে।

আর বিশেষজ্ঞদের পক্ষ থেকে এই কথা বলার পরেই নানা মহলে জল্পনা ছড়িয়েছিল, তাহলে কি সবজির মধ্যেও করোনা ভাইরাস রয়েছে? বর্তমানে লকডাউনের তৃতীয় দফার মুহূর্তে বেশ কিছু ক্ষেত্র শিথিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে খুলে দেওয়া হয়েছে সিংহভাগ সবজির বাজার। আর এই পরিস্থিতিতে চেন্নাইয়ের বাজার থেকে 35% করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, চেন্নাইয়ের কোয়ামবেড়ু বাজারের থেকেই তামিলনাড়ুতে 35% সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আর এই নয়া তথ্য এখন ভাবিয়ে তুলছে প্রশাসনকে। একাংশের মতে, তাহলে কি সবজি বাজার থেকেও এবার করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে? আর তারই ফলস্বরূপ কি এই ঘটনা ঘটল? বিশেষজ্ঞরা বলছেন, সবজিতে অনেক মানুষ হাত দেন। ফলে সেখান থেকে কার শরীর কি আছে এবং সেই সবজি থেকে হাত দিচ্ছে এবং তার ফলে যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে না, এর নিশ্চয়তা কেউ দিতে পারবেন না।

আর এমন একটা ঘটনাই হয়ত বা এই বাজারে ঘটেছে। যার ফলে সেই সবজির মধ্যে সংক্রমণ থাকায় তা ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সবজি বাজারই নয়, মুদিখানার দোকানের ক্ষেত্রেও ঘটতে পারে একই ঘটনা! কেননা সেখানেও একই জিনিস অনেক মানুষ ছুঁয়ে দেখতে পারেন। আর যখন ভারতবর্ষে কিছুটা হলেও লকডাউনের ফলে করোনা ভাইরাস যখন ভারতে কিছুটা আয়ত্তে এসেছে, ঠিক তখনই বাজার থেকেই সংক্রমণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ায় এখন চিন্তা বাড়ছে স্থানীয় প্রশাসনের।

তবে পরিস্থিতি স্বাভাবিক করতে হলে সরকারকে যে লকডাউন শিথিল করলে চলবে না এবং সামাজিক দূরত্বকে মান্যতা দিয়েই যে সমস্ত কিছু করাতে হবে, তার ব্যাপারে বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর তারফলেই এবার জল্পনা বেড়েছে, আগামী দিনে কি সবজি বাজার বা মুদিখানার দোকান নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেবে সরকার। কেননা, অনলাইন গ্রসারি স্টোরগুলি টাচ ফ্রি ডেলিভারিতে জোর দিচ্ছে ,যাতে সংক্রমণের ভয় কমছে। তাই এবার সব্জি বাজার বা মুদিখানার দোকান থেকেও করোনা সংক্ৰমণ ঘটার সম্ভবনা সামনে আসায় সরকার ঠিক কি পদক্ষেপ গ্রহণ করে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!