এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > আতঙ্ক বাড়িয়ে লকডাউনেও রাজ্যে ফের উদ্ধার প্রচুর তাজা বোমা সহ ৩ দুষ্কৃতী, জেনে নিন বিস্তারে

আতঙ্ক বাড়িয়ে লকডাউনেও রাজ্যে ফের উদ্ধার প্রচুর তাজা বোমা সহ ৩ দুষ্কৃতী, জেনে নিন বিস্তারে


লকডাউনেও শান্তি নেই রাজ্যে। কোরোনা নিয়ে মানুষজন আতঙ্কে রয়েছেন। কিন্তু অপরাধীদের কোনো ভালোসামে খারাপ সময় হয় না তা ফের প্রমান হলো এদিন। জানা যাচ্ছে, বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার নোয়াপাড়া এলাকায় একটি ফাঁকা মাঠে গ্রামবাসীদের হাতে পাকড়াও হয় ৩ দুষ্কৃতী, উদ্ধার প্রচুর তাজা বোমা।

স্থানীয় সূত্রে খবর, আজ দুপুরে স্থানীয় গ্রামবাসীদের নজরে আসে ফাঁকা মাঠের গাছের নীচে ৩ জন ব্যাগ নিয়ে কিছু করছেন। তাদের সন্দেহ হয়, কাছে যেতেই তারা ব্যাগ নিয়ে পালাবের উপক্রম করলে স্থানীয়রা ধরে ফেলে। উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা সহ বোমার মশলা। এই তিন দুষ্কৃতীর বাড়ি হাড়োয়া থানার আমতা-খাটরা গ্রামে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই নিয়ে দুষ্কৃতীদের দাবি স্থানীয় এক জনপ্রতিনিধি তাদের ভাড়া করে এনেছিল। তার নির্দেশেই এই কাজ করছিলো তারা। যদিও পুলিশের তরফ থেকে ওই জনপ্রতিনিধির নাম প্রকাশ্যে আনা হয়নি। তবে ওই জনপ্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।

গোষ্ঠী সংঘর্ষ না এলাকায় অশান্তি, আতঙ্ক ও সন্ত্রাস তৈরী – ঠিক কি কারণে এই কাজ করা হচ্ছিলো তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। আপাতত পুলিশের জিম্মায় রয়েছে ওই তিন দুষ্কৃতী। বোমা গুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু এই ঘটনায় আমজনতার ক্ষোভ ক্রমশই বাড়ছে – করোনার মত মহামারী যেখানে জীবন দুর্বিষহ করে দিয়েছে, সেখানে এই ধরনের অসামাজিক কাজকর্ম খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে বহুগুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!