এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিনোদন > বলিউডে মাদক চক্রের হদিস মিললেও, সকলে মাদকের সঙ্গে যুক্ত নন, সাফাই অক্ষয় কুমারের।

বলিউডে মাদক চক্রের হদিস মিললেও, সকলে মাদকের সঙ্গে যুক্ত নন, সাফাই অক্ষয় কুমারের।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ১৪ ই জুনের তারিখটি ছিল ভারতবাসীর কাছে বিনা মেঘে বজ্রপাতের মত দিন। সেদিন মুম্বাই থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বিখ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাণহীন দেহ। প্রথম দিকে পুলিশ তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে মন্তব্য করলেও, পরবর্তীতে তাঁর মৃত্যু রহস্যের তদন্তে বেরিয়ে আসে নানা তথ্য, উন্মোচিত হয় নানা চাঞ্চল্যকর দিক।

সম্প্রতি বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিশ ও গোয়েন্দার কাছে উঠে এসেছে বলিউডের মাদকযোগের বিষয়টি। বস্তুত, বলিউডে চলছে মাদক চক্রের রমরমা কারবার। তদন্তে বলিউডের বহু জনপ্রিয় তারকার সঙ্গে মাদক চক্রের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। বলিউডের বহু জনপ্রিয় তারকাদের সঙ্গে মাদকে চক্রের যোগ মিললেও, বলিউডের সকলেই যে মাদকের নেশায় আচ্ছন্ন নন এ কথা গতকাল শনিবার জানালেন ৫৩ বছর বয়স্ক বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

গতকাল শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তা আপলোড করেন অক্ষয় কুমার। অভিনেতা অক্ষয় কুমার তাঁর ৪ মিনিট ব্যাপী এই ভিডিও বার্তায় আবেদন রাখলেন সিনেমাপ্রেমী থেকে শুরু করে আপামর জনগণের প্রতি। এই ভিডিওবার্তায় তিনি জানালেন যে, অন্যান্য বহু সমস্যার মতো বলিউডে রয়েছে মাদকচক্রের রমরমা কারবার। কিন্তু এই শিল্পের সঙ্গে জড়িত সকলেই মাদকের নেশায় আক্রান্ত এমনটা ভাবা অনুচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের ভিডিও বার্তায় প্রায় সাফাই এর ঢঙে অক্ষয় কুমারের বিনীত নিবেদন, বলিউড শিল্পে কোন সমস্যা নেই, একথা যদি তিনি বলেন, তবে তিনি মিথ্যেবাদী বলে প্রতিপন্ন হবেন। অন্যান্য শিল্প যেমন একাধিক সমস্যায় জর্জরিত থাকে, তেমনি একাধিক সমস্যা জড়িত আছে বলিউডের অভিনয় শিল্পের সঙ্গেও। কিন্তু এখানকার সকলেই যে মাদক চক্রর সঙ্গে জড়িত এমনটা মোটেই নয়। মাদক সমস্যা এখানে থাকলেও, সকলে এই সমস্যা যুক্ত নন। এ প্রসঙ্গে তিনি আরও জানান যে, যেহেতু মাদক বিষয়টি একটি আইনি ব্যাপার, তাই তিনি এ বিষয়ে নিশ্চিত যে, দেশের আইনের রক্ষক ও আদালত এ বিষয়ে উপযুক্ত তদন্ত চালাবে। তাঁর আশা, অভিনয় জগতের সঙ্গে জড়িত সকলেই এই তদন্তে উপযুক্ত ভাবে সহযোগিতা করবেন।

জনগণের প্রতি তাঁর বিশেষ অনুরোধ, ” সম্পূর্ণ শিল্পকে একই নজরে দেখবেন না। আমরা তারকা হতে পারি কিন্তু বলিউড আপনাদের ভালোবাসাতেই তৈরি হয়েছে।” এরপরেই তিনি জানান যে, তাঁরা নিছক শিল্পী শুধু নন। বলিউডের বিভিন্ন ছবির অভিনয়ের মাধ্যমে তাঁরা সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন ভারতের মূল্যবোধ ও সংস্কৃতিকে। এছাড়াও অভিনেতা জানান যে, একাধিক ছবির মাধ্যমে সমাজের নানা সমস্যা যেমন দুর্নীতি, অপরাধ, দারিদ্র্য, বেকারত্ব ইত্যাদির প্রতি তাঁরা যথেষ্ঠ ভাবে আলোকপাত করেছেন। সিনেমার মাধ্যমে এই সমস্যাগুলিকে একাধিকবার তুলে ধরায়, মানুষ এই সমস্যা গুলোর প্রতি যথেষ্টভাবে সচেতন হতে পেরেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!