এখন পড়ছেন
হোম > জাতীয় > বাড়লো সুস্থতার হার, দৈনিক আক্রান্তকে ছাপিয়ে গেলো দৈনিক সুস্থতার হার

বাড়লো সুস্থতার হার, দৈনিক আক্রান্তকে ছাপিয়ে গেলো দৈনিক সুস্থতার হার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ কোনভাবেই যেন রোধ হওয়ার নয়। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে সম্প্রতি মানুষকে আস্বস্ত করেছে করোনা থেকে সুস্থতার হারের বৃদ্ধি। গত ২ দিন পর আজ আবার দৈনিক করোনা আক্রান্তর তুলনায় করোনা থেকে সুস্থতার হার বৃদ্ধি পেল।

আজ রবিবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৬৫,৪৯,৩৭৩ জন। দেশে মোট করোনা মুক্ত হয়েছেন ৫৫,০৯,৯৬৬। করোনা থেকে সুস্থতার হার বেড়ে সম্প্রতি ৮৪.১৩ % হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ ঘন্টায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৭৫,৮২৯ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হলেন ৮২,২৬০ জন। সম্প্রতি দেশের মোট করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা হল ৯,৩৭,৬২৫ জন। এখনো পর্যন্ত দেশে করোনা সংক্রমণ এর ফলে মৃত্যু হয়েছে মোট ১,০১,৭৮২ জনের। গত ২৪ ঘন্টায় করোনার কারণে মৃত্যু ঘটেছে ৯৪০ জনের। সম্প্রতি করোনার মৃত্যু হার হলো ১.৫৫ % । অন্যদিকে গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা টেস্ট হয়েছে ১১,৪২,১৩১ জনের।

দেশের করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে শীর্ষে আছে মহারাষ্ট্র। এর পরে আছে অন্ধপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ুর মত রাজ্যগুলি। করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হল সপ্তম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!