এখন পড়ছেন
হোম > জাতীয় > জিওর গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার এই প্ল্যানগুলিতে পেতে চলেছেন প্রত্যেকদিন বেশি ডাটা!

জিওর গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার এই প্ল্যানগুলিতে পেতে চলেছেন প্রত্যেকদিন বেশি ডাটা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ আটকাতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রথম থেকেই দেশজুড়ে চলছে লকডাউন। আপাতত ধীরে ধীরে লকডাউন আনলক হবার পথে। তবে লকডাউনের শুরু থেকেই মানুষ গৃহবন্দী। বাড়িতে থেকে অনেকেই work-from-home বেছে নিয়েছেন কাজের ক্ষেত্রে, আর সে কারণেই প্রয়োজন ইন্টারনেট ডেটা। সে ক্ষেত্রে বাজারে প্রচলিত টেলিকম কোম্পানিগুলি বিভিন্নভাবে সাধারণ মানুষের বর্তমান পরিস্থিতিতে ইন্টারনেট সুবিধা দিতে বিভিন্ন রকম ডেটা প্ল্যান নিয়ে এসেছে।

তবে বিশেষজ্ঞদের মতে, সবথেকে সুবিধাজনক প্ল্যান এনেছে রিলায়েন্স জিও টেলিকম সংস্থা। যদিও সমস্ত টেলিকম কোম্পানিগুলি গ্রাহক সুবিধার্থে আনলিমিটেড ডেটা প্ল্যান দিলেও হাই স্পিড ডেটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু সীমারেখা টানা থাকে। রিলায়েন্স জিও সেরকমই বেশকিছু ইন্টারনেট ডেটা প্ল্যান নিয়ে এসেছিল লকডাউন এর প্রাক্কালে। আপাতত দেড় জিবি ডেটা পাওয়া যাবে জিওর কোন কোন প্ল্যানে, সেগুলো একটু জেনে নেওয়া যাক। দেড় জিবি ডেটা প্ল্যান এর জন্য জিওর পক্ষ থেকে আনা হয়েছে 2121 টাকার একটি প্ল্যান।

এক বছরের বৈধতা সহ এই প্ল্যানটিতে মোট 504 জিবি ডেটা ব্যবহার করা যাবে। এর সাথে সমস্ত জিও নাম্বারে আনলিমিটেড ভয়েস কল করা যাবে বলেও জানা গেছে। অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য 12000 টক টাইম পাওয়া যাবে এক্ষেত্রে। এছাড়াও বিনামূল্যে 100 এসএমএস তো থাকছেই। এই প্ল্যানের আধিকারিকরা প্রত্যেকেই জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। 2121 টাকার পরেই জিও কোম্পানি নিয়ে আসছে গ্রাহক সুবিধার্থে 555 টাকার প্রিপেড প্ল্যান।

এই প্লেনের বৈধতা থাকবে 84 দিন। এবং এই প্ল্যানে প্রতিদিন দেড় জিবি করে ডেটা পাওয়া যাবে বলে জানা গেছে। অর্থাৎ 84 দিনের জন্য 126 জিবি ডেটা। একইভাবে সমস্ত জিও নাম্বারে আনলিমিটেড ভয়েস কল করা যাবে এবং অন্য নাম্বারে ফোন করতে গেলেও পাওয়া যাবে তিন হাজার টাকা টকটাইম। এবং এই প্ল্যানের গ্রাহকরাো সমস্ত জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে। এর পরের ধাপে জিও নিয়ে এসেছে 399 টাকার প্ল্যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে 56 দিন এবং প্রতিদিন দেড় জিবি ডেটা করে পাওয়া যাবে বলে জানা গেছে। এছাড়াও সমস্ত জিও আনলিমিটেড ভয়েস কলিং ছাড়াও অন্য নাম্বারে ফোন করতে গেলে থাকবে 2000 মিনিট টকটাইম। একইভাবে এই প্ল্যান যাঁরা গ্রহণ করবেন তাঁরাও জিও অ্যাপ বিনামূল্যে পাবেন। এবং জিওর পক্ষ থেকে সব থেকে কম দামি যে প্ল্যানটি নিয়ে এসেছে দেড় জিবি ডেটা পাওয়ার জন্য, সেটি হল 199 টাকার প্ল্যান। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

সমস্ত জিও নাম্বারে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা থাকবে এই প্ল্যানটিতেও। এবং অন্যান্য নাম্বারে ফোন করবার জন্য হাজার মিনিট টাইম দেওয়া হবে জিওর পক্ষ থেকে বলে জানা গেছে। এবং একইভাবে এই প্ল্যান এর গ্রাহকরাও সমস্ত জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বলে খবর। আপাতত রিলায়েন্স জিও যে বাজারের অন্য টেলিকম কোম্পানিগুলোকে বসিয়ে বসিয়ে 10 গোল দিচ্ছে, তা নিয়ে নিঃসন্দেহ টেলিকম বিশেষজ্ঞরা।

আর এই কথা মাথায় রেখেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন টেলিকম বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের দাবি, বর্তমান বাজারের কথা মাথায় রেখে এবং গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে যেভাবে রিলায়েন্স জিও সুচারুভাবে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসছে টেলিকম মার্কেট দখল করতে, তাতে খুব স্বাভাবিকভাবে অন্যান্য নেটওয়ার্ক কোম্পানিগুলির যথেষ্ট চাপে পড়বে বলেই মনে করা হচ্ছে। আপাতত দেখার রিলায়েন্স জিওর টেলিকম দুনিয়ার বিপ্লব সামলাতে কি পদক্ষেপ গ্রহণ করে অন্যান্য টেলিকম নেটওয়ার্ক কোম্পানীগুলি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!