এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “বুদ্ধিজীবীদের বুদ্ধি খুলেছে” কেন এমন বললেন বিজেপির রাজ্য সভাপতি!

“বুদ্ধিজীবীদের বুদ্ধি খুলেছে” কেন এমন বললেন বিজেপির রাজ্য সভাপতি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে লাগামহীন সন্ত্রাস এবং একের পর এক মৃত্যু নানা প্রশ্ন তুলে দিচ্ছে। গোটা বিষয় নিয়ে সরব হচ্ছে বিরোধীরা। তবে এই পরিস্থিতিতে বুদ্ধিজীবি মহলের একাংশ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর এবার সেই বুদ্ধিজীবীদের প্রতিবাদকে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “দেখুন, বুদ্ধিজীবীদের বুদ্ধি খুলেছে। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। কারণ স্বাধীনতার এত বছর পরেও যদি আমরা শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন না করাতে পারি, তাহলে গণতন্ত্র পরিপূর্ণ হবে কি করে! সামান্য মনোনয়ন পর্বকে কেন্দ্র করে একের পর এক মৃত্যু ঘটনা ঘটেছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

পর্যবেক্ষকদের মতে, বাম আমলের শেষের দিকে এই বুদ্ধিজীবী মহলের রাস্তায় নামা তৃণমূলকে বাড়তি অক্সিজেন যুগিয়ে ছিল। আর তারপরেই ধীরে ধীরে ক্ষমতা থেকে বিদায় নিতে শুরু করেছিল বামেরা। তবে বর্তমান পরিস্থিতিতে যখন হিংসা চরমে, তখন বুদ্ধিজীবীরা কেন মুখ খুলছেন না, তা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। তবে এবার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বকে ঘিরে লাগাতার সন্ত্রাস এবং মৃত্যু গিয়ে বুদ্ধিজীবী মহলের একাংশ মুখ খুলতেই তাকে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি। যা বিরোধী শিবির হিসেবে ভারতীয় জনতা পার্টিকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!