এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > স্বাধীনতা দিবসের আগেই কম্পিত বঙ্গ রাজনীতি! জেনে নিন কারণ!

স্বাধীনতা দিবসের আগেই কম্পিত বঙ্গ রাজনীতি! জেনে নিন কারণ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  2021 এর বিধানসভা নির্বাচনে বিরোধী দলের ক্ষমতা দখল করার পর থেকেই ক্রমাগত শাসকদলের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। অতীতের বিরোধী দল বাম এবং কংগ্রেসের মতো যে তারা আন্দোলন থেকে সরে থাকবে না, তা বিধানসভার অধিবেশনের প্রথম দিনেই হই, হট্টগোলের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন বিজেপি বিধায়করা। এমনকি আগামী দিনেও যে তাদের এই প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকবে তা বুঝিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি আর এবার আগস্ট মাস জুড়ে রীতিমতো আন্দোলন করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চলেছে গেরুয়া শিবির।

বলা বাহুল্য, আগামী 15 আগস্ট দেশের স্বাধীনতা দিবসের আগে জমকালো কর্মসূচি করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। যে কর্মসূচির মধ্য দিয়ে একদিকে তৃণমূলকে পিছনে ফেলে দেওয়া এবং অন্যদিকে নিজেদের শক্তি বিস্তার করা বিজেপির প্রধান লক্ষ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, আগামী 15 আগস্ট দেশের স্বাধীনতা দিবসের আগের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় একটি আলোচনা সভার আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার বিষয়, দেশভাগ ও বর্তমান পশ্চিমবঙ্গ। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদহ, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় এই আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছে। অর্থাৎ এই উচ্চমার্গের আলোচনা শিবিরের আয়োজন করে বিজেপি চাইছে মানুষের মন জয় করতে। পাশাপাশি 15 আগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিন একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই দিনটি পালন করার পরিকল্পনা রয়েছে ভারতীয় জনতা পার্টির।

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির এই ধরনের কর্মসূচি পালনের পেছনে যথেষ্ট উদ্দেশ্য এবং কারণ রয়েছে। বিজেপি চাইছে, সৃষ্টিশীল কর্মসূচির মধ্য দিয়ে মানুষের মনে প্রবেশ করতে। সেই কারণে আগস্ট মাস জুড়ে একাধিক রাজনৈতিক এবং সৃষ্টিশীল কর্মসূচির মধ্য দিয়ে গেরুয়া শিবিরের এই অভিনব পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। তবে বিজেপির এই পরিকল্পনা কতটা সুদূরপ্রসারী হয় এবং তা মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!