এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রাম নিয়ে চিন্তা বৃদ্ধি শুভেন্দুর, উজ্জীবিত তৃণমূল!

নন্দীগ্রাম নিয়ে চিন্তা বৃদ্ধি শুভেন্দুর, উজ্জীবিত তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। তবে সেই নন্দীগ্রাম নিয়ে বিতর্ক এখনও পর্যন্ত ক্রমবর্ধমান। তবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জয়লাভ করলেও, এবার বিজেপির এই শক্ত ঘাঁটিতে বড়সড় থাবা বসালো তৃণমূল কংগ্রেস। যেখানে শুভেন্দু অধিকারীর একাধিক ঘনিষ্ঠ নেতাকর্মী বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যার জেরে নন্দীগ্রামকে শুভেন্দু অধিকারী নিজের দখলে রাখলেও, এখানকার বিজেপি নেতা কর্মীরা যেভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছেন, তাতে সেই শুভেন্দুবাবু এবং ভারতীয় জনতা পার্টি যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, এদিন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকাপুরা বাজার এলাকায় বিজেপির একাধিক নেতাকর্মী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। যাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি। বিশেষজ্ঞরা বলছেন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। বারবার বিধানসভার ভেতরে এবং বাইরে সেই কথা তুলে ধরে “পরাজিত মুখ্যমন্ত্রী” বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি।

এমনকি নন্দীগ্রামের মানুষ সত্যের পক্ষে ছিলেন বলেও দাবি করে এসেছেন সেই শুভেন্দুবাবু। কিন্তু তার খাসতালুকে যেভাবে বিজেপি নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছেন, তাতে তার এবং বিজেপির প্রতি কি দলের নেতাকর্মীদের আস্থা হারাতে বসেছেন, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। যে শুভেন্দু অধিকারী বিজেপিকে চাঙ্গা করবেন বলে বারবার দাবি করছেন, তিনি নিজের খাসতালুকে যেভাবে বিজেপিতে ভাঙ্গন ধরেছে, তা যদি সামলাতে না পারেন, তাহলে কিভাবে গেরুয়া শিবির গোটা রাজ্যজুড়ে নিজেদের বিস্তৃতি ঘটাবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কেন তারা হঠাৎ করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন? এদিন এই প্রসঙ্গে দলবদলকারীরা বলেন, “গত বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে ভেবেই এখানকার মানুষ শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করেছিলেন। তবে এখন তারা যে ভুল করেছিলেন, তা তারা বুঝতে পারছেন। আর সেই কারণেই তারা দল পরিবর্তন করেছেন।” এদিকে শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটিতে যেভাবে তৃণমূলে বিজেপি নেতা কর্মীরা যোগ দিতে শুরু করেছেন, তাতে বাড়তি হাতিয়ার পেয়ে গিয়েছে ঘাসফুল শিবির।

এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, “নির্বাচনে কারচুপি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। ওদের সঙ্গে মানুষ নেই। সবটাই দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী একজনকে বিশ্বাস করে সেচ দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন। তিনি দায়িত্ব নিয়ে নন্দীগ্রামকে ডুবিয়ে দিয়েছেন।” তবে বিরোধী দলনেতা হিসেবে যে শুভেন্দু অধিকারী প্রতিমুহূর্তে শাসক দলকে চেপে ধরেছেন, তার বিধানসভা কেন্দ্রে যেভাবে বিজেপিতে ভাঙ্গন ধড়ল, তাতে তার নেতৃত্ব নিয়ে যে অনেকের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!