এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজামুদ্দিন ফেরতদের এবার বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু বাংলায়! বড়সড় প্রশ্ন তুলল কেন্দ্রীয় দল

নিজামুদ্দিন ফেরতদের এবার বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু বাংলায়! বড়সড় প্রশ্ন তুলল কেন্দ্রীয় দল


গোটা দেশে যখন লকডাউন চলছিল, ঠিক তখনই দিল্লিতে ঘটে যায় বিপদজনক ঘটনা। লকডাউনের মাঝে কোনরূপ সমাবেশে না করা হলেও, তাতে পাত্তা না দিয়ে রীতিমতো আইন ভঙ্গ করে দিল্লির নিজামুদ্দিনে সমাবেশ করতে দেখা যায় তবলিগি জামাতের সংগঠনকে। আর এই ধর্মীয় সমাবেশের পরেই রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় গোটা দেশজুড়ে। দিল্লির এই সমাবেশে উপস্থিত হওয়া বিভিন্ন মানুষ নিজ নিজ রাজ্যে ফিরে আসার পরই আশঙ্কা ঘনীভূত হতে শুরু করে।

এমনকি বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দিল্লির সমাবেশ থেকে ফিরেও নিজেকে কোয়ারেন্টাইনে না রেখে স্বাভাবিকভাবে জীবন যাপন করছিলেন। এমনকি সামাজিক দূরত্বও পালন করতে দেখা যায়নি তাদের। যার ফলে তাদের নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। এমনকি সেই নিজামুদ্দিনের সমাবেশে যোগ দেওয়ার সেই সমস্ত মানুষের জন্য বিভিন্ন রাজ্যের তথা ভারতবর্ষের করোনা আক্রমণের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ একাংশের।

তবে নিজামউদ্দিন থেকে পশ্চিমবঙ্গে ফেরা বেশ কিছু মানুষকে কলকাতার হজ হাউসে রাখা হয়েছিল। রাজ্যের বক্তব্য অনুযায়ী, 179 জনকে এই হজ হাউসে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। যার মধ্যে 101 জন বিদেশি ছিলেন। তবে এবার কোয়ারেন্টাইনে রাখা সেই সমস্ত ব্যক্তিদের 14 দিন অতিক্রম হয়ে যাওয়ায় তাদেরকে ছেড়ে দিল রাজ্য সরকার। সূত্রের খবর, এদিন সরকারি বাসে করে একশোর বেশি ব্যক্তিকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সেই নিজামউদ্দিন থেকে ফেরা সিংহভাগ ব্যক্তিদের কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হলেও, এবার তা নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সূত্রের খবর, শনিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে লেখা চিঠিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র লেখেন, “নিজামুদ্দিনের অনুষ্ঠান থেকে যারা পশ্চিমবঙ্গে ফিরেছিলেন, তাদের ব্যাপারে রাজ্য সরকারকে কেন্দ্র তথ্য দিয়েছিল।”

তিনি ওই চিঠিতে বড়সড় প্রশ্ন তুলে জানতে চান, “তাদের মধ্যে কতজনকে কোয়ারেন্টাইন করা হয়েছে, কতজনের টেস্ট হয়েছে, কনট্যাক্ট ট্রেসিং কিভাবে হয়েছে, তা যেন কেন্দ্রীয় টিমকে জানানো হয়।” আর যখন 14 দিন অতিক্রম হয়ে যাওয়ার পর নিজামউদ্দিন থেকে ফেরা ব্যক্তিদের নিজের বাড়িতে পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার, ঠিক তখনই কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে এই ব্যাপারে রাজ্য সরকারের কাছে তথ্য জানতে চাওয়ায় রীতিমত গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কোনো কিছু জানানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাকে উদ্বেগজনক হিসেবে তুলে ধরে কেন্দ্রের পক্ষ থেকে এই প্রতিনিধি দল পাঠানো হয়েছে। তবে সেই প্রতিনিধিদলের সঙ্গে রাজ্য সরকারের মতানৈক্য ইতিমধ্যেই সামনে এসেছে।

আর যখন সংঘাতের মধ্যে দিয়ে গোটা ব্যাপারটি এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই নিজামউদ্দিন থেকে ফেরা ব্যক্তিদের ছেড়ে দিয়ে যাতে কোনো রকম বিপদ না হয়, তার জন্যই কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্যের কাছে সমস্ত তথ্য চাওয়া হল বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন এই ব্যাপারে রাজ্য কি বলে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!