এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গো-বলয়ের পাশাপাশি বাংলাতেও রাম-মন্দির আবেগ বাড়িয়ে তুলতে বিশেষ পদক্ষেপ গেরুয়া শিবিরের

গো-বলয়ের পাশাপাশি বাংলাতেও রাম-মন্দির আবেগ বাড়িয়ে তুলতে বিশেষ পদক্ষেপ গেরুয়া শিবিরের

বহু বিতর্কিত রামমন্দির ইস্যুকেই সামনে রেখেই ভোট-বৈতরণী পার করতে ইচ্ছুক বিজেপি। তাই গো-বলয়ের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গেও রামমন্দির তৈরির দাবীকে আরো জোরালো করতে কোমর বেঁধে ময়দানে নামছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে রাজ্যের ১৯ টি জেলায় হিন্দু সম্মেলনে করার উদ্যোগ নেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে।

হিন্দুত্বের জিগির তুলে গোটা রাজ্য জুড়েই রামমন্দির প্রতিষ্ঠার দাবীর পক্ষে জোরদার সওয়াল তৈরী করতে ইচ্ছুক সংগঠন। শুধু তাই নয়, রাজ্যের সমস্ত মঠ মন্দির দেবালয়কে কেন্দ্র করে আলাদা আলাদাভাবে হিন্দুত্বের প্রচার করার সিদ্ধান্তও নিয়েছে এই ধর্মীয় সংগঠনটি। আগামী ১৮ ডিসেম্বর থেকে লাগাতার সাতদিন ধরে গোটা রাজ্য জুড়ে গ্রাম কমিটির মাধ্যমে গীতাজয়ন্তী পালন করবে ভিএইচপি।

সাধুসন্তদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি রামমন্দির প্রতিষ্ঠার দাবীকে আরো জোরদার করাও শপথ নেওয়া হবে ওই অনুষ্ঠানে, এমনটাই জানা গিয়েছে সংগঠন সূত্রে। এছাড়া, আগামী ১৫ ডিসেম্বরে কোলকাতার শহীদ মিনার চত্বরে ‘বিরাট হিন্দু সম্মেলন’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় উদ্যোগে করা এই সমাবেশে দেশের বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার সাধু-সন্ত-বুদ্ধিজীবীদের হাজির থাকবেন।

এর আগে ৪ ডিসেম্বর নাগাদ উত্তর ২৪ পরগনার বারাসাত এবং পুরুলিয়ায় এই হিন্দু সম্মেলন করা হবে। এর পরবর্তী ধাপে ৮ ডিসেম্বর বাঁকুড়া, বসিরহাট, ইসলামপুরে রামমন্দির প্রতিষ্ঠার দাবীতে সম্মেলন করা হবে। এরপর বুনিয়াদপুর, চাঁচল, কৃষ্ণনগর, বনগাঁ, রামপুরহাট, বারাকপুর, এগরা, রানিহাটি, মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়িতে এই কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কোথায় কখন সম্মেলন করা হবে তার দিনক্ষণও নির্ধারণ করা হয়ে গিয়েছে বলেই খবর রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা ভোটে হিন্দু ভোটকে কাছে টানতেই রামমন্দির নিয়ে এতো বড় আয়োজন শুরু করেছে গেরুয়া শিবির। কারণ দেশে যেভাবে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে তাতে নির্বাচনে জয় হাসিল করারটা অতোটা সহজ হবে না বিজেপির পক্ষে বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। বিজেপি বিরোধী শক্তিজোট ক্রমশ একত্রিত হচ্ছে।

আগামী ১৯ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই অ-বিজেপি রাজনৈতিক দলগুলোকে এক ছাতার তলায় আনার জন্যে বিগ্রেড সমাবেশের ডাক দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কর্মকর্তারা সেই সমাবেশে হাজির হওয়ার প্রস্তাব স্বীকার করেছেন। কাজেই এই অ-বিজেপি জোটকে টেক্কা দিতে গেলে বিজেপিকেও সাংগঠনিক শক্তির প্রদর্শন করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।

আর তাই ভোটের আগে নিজেদের উপস্থিতি জানান দিতে হিন্দুভোটকে আগেভাগেই করায়ত্ব করতে চাইছে গেরুয়াশিবির। তবে, এই কর্মসূচির সঙ্গে রাজনৈতিক যোগসূত্রিতা সম্পূর্ণই অস্বীকার করলেন ভিএইচপি’র পূর্বাঞ্চলীয় সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ। তাঁর দাবি, ভিএইচপি সম্পূর্ণই একটি ধর্মীয় সংগঠন। বর্তমান পরিস্থিতির সাপেক্ষে রামমন্দির প্রতিষ্ঠার দাবীকে জোরদার করাই তাঁদের প্রধান এবং একমাত্র দাবী। তাই এই দাবীর পক্ষে সমর্থনকে জোরালো করতে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে।

রীতিমত অভিযোগ জানিয়ে শচীন বাবু বলেন, পশ্চিমবঙ্গে হিন্দুরা দফায় দফায় অপমানিত হচ্ছেন। তাই অস্তিত্ব সংকট থেকে হিন্দুদের উদ্ধার করতেই সঙ্ঘবদ্ধতার আবেদন জানিয়েছেন এই ভিএইচপি নেতা। এই ঐক্যবদ্ধতার ছবির প্রতিফলন দেখতে চান তিনি লোকসভা ভোটে। ভয় আর আতঙ্কের পরিবেশ থেকে হিন্দুদের মুক্তি দিতেই রামমন্দির প্রতিষ্ঠার দাবীকে সামনে রেখে আসলে হিন্দু ভোট জোট বাঁধার বার্তাই দিলেন ভিএইচপি নেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!