এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের বিগ্রেডে বিজেপি বিরোধী মহাসভা নিয়ে বড়সড় সিদ্ধান্ত জানিয়ে দিল বাম শরিক

তৃণমূলের বিগ্রেডে বিজেপি বিরোধী মহাসভা নিয়ে বড়সড় সিদ্ধান্ত জানিয়ে দিল বাম শরিক


তৃণমূলের ১৯’এর বিগ্রেড সমাবেশের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল অন্যতম বাম-শরিক ফরওয়ার্ড ব্লক। সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক ছাতার তলায় আনার জন্যে বৃহত্তর সমাবেশের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশের নেত্রী অন্যান্য অ-বিজেপি রাজনৈতিক দল গুলোর পাশাপাশি আমন্ত্রণ জানিয়েছিলেন বহুদিনের প্রতিপক্ষ সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লককেও। সিপিএম এবং সিপিআই প্রথমেই তৃণমূলের সমাবেশে উপস্থিত থাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

তবে গুঞ্জন শোনা যাচ্ছিল ফরওয়ার্ড ব্লক নিয়ে। এই বাম শরিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে যোগদান করবে কিনা তা আগে থেকে জানা যাচ্ছিল না কিছুতেই। এমনকি এটাও শোনা যাচ্ছিল – সিপিএম, সিপিআই বিগ্রেডে সামিল না হলেও ফরওয়ার্ড ব্লক তৃণমূল নেত্রীর ডাকে সাড়া দেবে। দলীয় সংগঠনের সঙ্ঘবদ্ধতাকে উপেক্ষা করে বিজেপি বিরোধী জোটের পাশে দাঁড়াতে চায় ফরওয়ার্ড ব্লক – এমনটাই ছিল জল্পনা। সেই জল্পনা মিথ্যে করে দিলেন এদিন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।

পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্মেলনের পর সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিলেন, “১৯ শে জানুয়ারি তৃণমূল তাদের ব্রিগেড সমাবেশে ফরওয়ার্ড ব্লককে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানালেও রাজ্য সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমরা ওই সভায় উপস্থিত থাকব না”। শুধু তাই নয়, বৈঠকে তৃণমূলকে ‘অগণতান্ত্রিক দল’ বলার পাশাপাশি ‘সাম্প্রদায়িক দল’ বলেও ব্যাখ্যা করলেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তাছাড়া তৃণমূলের সমৃদ্ধি বিজেপি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়েই – কার্যত বিজেপির ঘরেই তৃণমূল বেড়ে উঠছে। সেটাও একটা কারণ যে তৃণমূলের সমাবেশে ফরওয়ার্ড ব্লক উপস্থিত হবে না বলে জানান নরেনবাবু। তাছাড়া বামপন্থীরা নিজেদের হৃতগৌরব ফিরে পেতে ‘শর্টকার্টে’ বিশ্বাসী নয়, এটাও জানালেন তিনি। তাছাড়া এ রাজ্যে লোকসভা সহ বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে ফরওয়ার্ড ব্লকের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এবার সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেসের সঙ্গেও নির্বাচনী জোটে যেতে ইচ্ছুক নয় ফরওয়ার্ড ব্লক।

বৃহত্তর বাম ঐক্য গঠনের প্রত্যাশী তাঁরা। আর এই ঐক্যগঠনে সিপিএম যত্নবান হবে বলেও আশা রয়েছে ফরওয়ার্ড ব্লকের। তবে যদি কোনো কারণে সিপিএম সে দায়িত্ব নিতে না চায়, সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক অগ্রণী ভূমিকা পালন করবে। সমগ্র বামপন্থীদের আত্মবিশ্বাসী হওয়া পরামর্শ দিলেন তিনি। বললেন, ‘আত্মবিশ্বাস হারিয়ে ফেলা পাপ’। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনাতেও মুখর হলেন এই ফরওয়ার্ড ব্লক নেতা।

এই প্রসঙ্গে তিনি বললেন, আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে মোদী সরকার নাটক করছে এবং নেতাজীকে নিয়ে যা করছে তাতে অবমাননা হচ্ছে এই মহান স্বাধীনতা সংগ্রামীর। ওইদিন পালনের কোনো গেজেট নোটিফিকেশনই হয়নি এখনো। আসলে নেতাজীর ভাবমূর্তিকে সামনে রেখে দেশবাসীর সহানুভূতি পেতে চায় মোদী। আমজনতার নেতাজী আবেগকে কাজে লাগিয়েই লোকসভা ভোট-বৈতরণী পার করতে চায় বিজেপি।

ফরওয়ার্ড ব্লক সূত্র থেকে জানা গিয়েছে, পুরুলিয়ার হরিপদ সাহিত্য মন্দিরে ১৮ তম রাজ্য সম্মেলনে মোট ১০৯ জনের রাজ্য কাউন্সিল এবং ৭১ জনের রাজ্য কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন নরেন চট্টোপাধ্যায়, চেয়ারম্যান হিসেবে বরুণ মুখোপাধ্যায় এবং নবনির্বাচিত ডেপুটি চেয়ারম্যান হয়েছেন নিশিকান্ত মেহেতা। ১৫ জনের রাজ্য সম্পাদক মন্ডলীর মধ্যে ছ’জনই একেবারে নতুন। পুরুলিয়া সহ রাজ্য জুড়ে আগামী দিনে গন আন্দোলন করার বার্তা দিলেন এদিন ফরওয়ার্ড ব্লক নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!