এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার পদযাত্রায় নারী সুরক্ষার কথা, পাল্টা প্রশ্ন তুলে সরব লকেট!

মমতার পদযাত্রায় নারী সুরক্ষার কথা, পাল্টা প্রশ্ন তুলে সরব লকেট!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নারী দিবসের দিন কলকাতায় পদযাত্রা করে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর যেমন প্রচার কর্মসূচী সেরে নিয়েছেন তিনি, ঠিক তেমনই নারী দিবসের দিন প্রতিবারের মত এবারেও সেই নারীদের সম্মান জানিয়ে পদযাত্রা করেছেন তৃণমূল নেত্রী। আর এই পদযাত্রা শেষে ধর্মতলা সভা করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারীরা যে মোটেই সুরক্ষিত নয়, সেই কথা তুলে ধরেছেন তিনি। পাশাপাশি বাংলায় নারীরা যথেষ্ট স্বাচ্ছন্দ্য অবস্থায় রয়েছে বলেও দাবি করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তবে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী এই দাবি করার সাথে সাথেই তাকে সম্পূর্ণরূপে খারিজ করে দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যেখানে বাংলার মহিলারা মোটেই সুরক্ষিত নয় বলে তথ্য পরিসংখ্যান তুলে ধরতে দেখা গেল তাকে। স্বাভাবিক ভাবেই নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর নারী দিবসের দিনে নারীদের সুরক্ষার নিয়ে শাসক বনাম বিরোধীদের তরজা যে চরম আকার ধারণ করল, তা বলাই যায়।

বস্তুত, এদিন দলের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আর সেখানেই পশ্চিমবঙ্গে মহিলাদের নির্যাতন নিয়ে সরব হন তিনি‌। এই বিজেপি নেত্রী বলেন, “বাংলার মেয়েদের অসম্মান করা হয়েছে. তার বদলা চাই. ভোটের সময় বাংলার মেয়েদের নামে প্রচার করা হচ্ছে। মহিলাদের উপর অত্যাচারের কেস নেওয়া হয় না থানায়। যারা নির্যাতিত সেইসব বাংলার মেয়েকে ফেরত চাই। রিপোর্ট না পাঠালে এনসিআরবিতে রেকর্ড হবে কি করে? উত্তরবঙ্গের চা বাগানে বহু মহিলা নিখোঁজ‌। তার কোনো তথ্য বাংলা দেয়নি। ধর্ষণের কোনো তথ্য বাংলার সরকার দিতে পারে না। বিজেপি ক্ষমতায় এলে সেই সম্মান ফেরানো হবে। এই সরকার মেয়েদের সম্মান ফেরাতে পারবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প করা হলেও বাংলার মেয়েদের “শ্রী” ফেরানো সম্ভব হয়নি বলেও দাবি করতে দেখা যায় এই বিজেপি নেত্রীকে। অর্থাৎ তৃণমূল নেত্রী বাংলার মেয়েরা সুরক্ষিত বলে দাবি করলেও, তা যে সম্পূর্ণরূপে ভিত্তিহীন, তা পাল্টা সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন লকেট চট্টোপাধ্যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের মতে, ইতিমধ্যেই ব্রিগেডের সভা থেকে বাংলার মহিলারা যে সুরক্ষিত নয় সেই কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যার পরেই নারী দিবসের দিন পদযাত্রা করে তার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই মহিলাদের সুরক্ষা নিয়ে নির্বাচনের মরসুমে তৃণমূল এবং বিজেপির মধ্যে দড়ি টানাটানি এখন লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!