এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রার্থী ঘোষণা হওয়ার পরেই আজ নন্দীগ্রামে মমতা, চড়ছে পারদ!

প্রার্থী ঘোষণা হওয়ার পরেই আজ নন্দীগ্রামে মমতা, চড়ছে পারদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত জল্পনা-কল্পনা এখন যেন সব নন্দীগ্রামকে কেন্দ্র করে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরেই নন্দীগ্রামে পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, তিনি এবার নন্দীগ্রামে প্রার্থী হতে চান। সেই মত তৃণমূলের প্রার্থী তালিকায় তার নাম রয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হলে প্রতিপক্ষ বিজেপির পক্ষ থেকে কি শুভেন্দু অধিকারী প্রার্থী হবেন, তা নিয়ে বিস্তর গুঞ্জণ তৈরি হয়েছিল।

অবশেষে সম্প্রতি বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের পক্ষ থেকে প্রার্থী হবেন শুভেন্দু অধিকারী। আর তারপরই জমে উঠেছে লড়াই। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর এবার প্রথম আজ নন্দীগ্রামে পা রাখতে চলেছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে কৌতুহল তৈরি হয়েছে সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ইতিমধ্যেই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বটতলা লাগোয়া এলাকায় প্রাক্তন সেনা কর্মী ফারুক আহমেদের বাড়ি ভাড়া নেওয়া হয়েছে‌। জানা গেছে, আজ নন্দীগ্রামে একটি কর্মী সমাবেশ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তারপরেই বুধবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন। সেই কারণেই ভাড়া করা বাড়িতে থাকবেন তিনি। অর্থাৎ ভোটের প্রচার থেকে শুরু করে নন্দীগ্রামের সমস্ত কিছু সামলানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই বাড়ি ভাড়া নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিছুটা হলেও চাপে পড়েছেন। আর সেই কারণেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দাঁড়াতে হচ্ছে তাকে। মূলত প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে আরও হিটলিস্টে এনে দিয়েছেন তৃণমূল নেত্রী। আর এই পরিস্থিতিতে সম্প্রতি প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামের লোক যে মমতা বন্দ্যোপাধ্যায় নন, তা বলে তাকে টিভিতে বসে শুভেন্দু অধিকারীর দেওয়া ভোটপর্ব দেখতে হবে বলে জানিয়ে দিয়েছেন এই বিজেপি নেতা।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন বিধায়কের প‌্যাড ছাপিয়ে রাখারও পরামর্শ দিয়েছেন শুভেন্দুবাবু। আর এই পরিস্থিতিতে বিন্দুমাত্র সময় নষ্ট না করে আজই নন্দীগ্রামে পা রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই ভোট পর্বের মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের প্রার্থী হিসেবে আজকের কর্মীসভা থেকে কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!