এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা ভ্যাক্সিন আবিষ্কার হলে সর্ব প্রথমে কারা পাবেন? স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

করোনা ভ্যাক্সিন আবিষ্কার হলে সর্ব প্রথমে কারা পাবেন? স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতের করোনা পরিস্থিতি বিপদসীমার উপর দিয়ে অবস্থান করছে। ইতিমধ্যেই ২৬ লাখেরও বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন আর মৃত হয়েছেন ৫১ হাজারেরও বেশি মানুষ। দেশে করোনার এই দুঃসহ পরিস্থিতিতে প্রায় মাসখানেক আগে সংবাদমাধ্যমে শোনা যাচ্ছিলো, এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের মাটিতে উৎপাদিত প্রথম করোনা ভ্যাকসিনের কথা ঘোষণা করতে চলেছেন। যদিও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশবাসীর এই আকাঙ্ক্ষা পূরণ হলোনা। তবে ভারতবাসীকে আশান্বিত করে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, এই মুহূর্তে ভারতে উৎপাদিত তিনটি করোনার ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ের ট্রায়ালে আছে। আর বিজ্ঞানীদের সবুজ সঙ্কেত মিললেই খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত ভারতবাসীর কাছে এই ভাক্সিনগুলি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেনযে, কেন্দ্র সরকার এরমধ্যেই দেশের মাটিতে ব্যাপকভাবে করোনা প্রতিশোধক উৎপাদনের সমস্ত প্রস্তুতি নিয়েও ফেলেছে।

প্রসঙ্গত, দেশের মাটিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারত বায়োটেক নির্মিত কোভ্যাক্সিন ইতিমধ্যেই তার প্রথম পর্যায়ের ট্রায়াল প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। অন্যদিকে, আবার অক্সফোর্ড জাইদাস ক্যাডিলার ভাকসিন দুটিরও ইতিমধ্যেই মানবদেহে পরীক্ষা শুরু হতে চলেছে। এই সমস্ত ভ্যাকসিন গুলি নিয়েই আশায় বুক বাঁধছে প্রধানমন্ত্রী ও সমস্ত দেশবাসী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার দেশে করোনা ভ্যাকসিন উৎপাদিত হলে করোনা টিকা প্রথম কারা পাবেন, সে প্রসঙ্গে একটি বিরাট ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন দেশে করোনার ভ্যাকসিন উৎপাদিত হলে তাতে সর্বপ্রথম অগ্রাধিকার পাবেন করোনার যোদ্ধারা। কারণ করোনা রোগের সঙ্গে তারা সম্মুখ থেকে নিরন্তর লড়াই করে চলেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি দেশে করোনার বিরুদ্ধে এই অসম লড়াইতে একেবারে সামনের সারিতে অবস্থান করছেন ডাক্তার, নার্স ,হাসপাতালের কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কর্ম-কর্তারা। আর ইতিমধ্যেই সমগ্র দেশে বহু চিকিৎসক-নার্স পুলিশকর্মী করুণায় আক্রান্ত হয়েছেন। তাঁদের বেশকিছু জন করোনার সঙ্গে লড়াইতে নিজেদের প্রাণ বিসর্জনও
দিয়েছেন। তাই করোনার ভ্যাকসিন দেশের মাটিতে প্রথম উৎপাদিত হলে তাঁরাই এর অগ্রাধিকার পাবেন বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় তিনিও উপস্থিত ছিলেন। এই অনুস্থানেই সাংবাদিকদের উদ্দেশে তিনি জানিয়েছেন, ‘‌‘‌দেশের স্বাস্থ্য পরিষেবার জন্য এটি একটি ঐতিহাসিক দিন। স্বাধীনতা দিবসেই প্রধানমন্ত্রী এই মিশনের কথা ঘোষণা করেছেন। দেশের স্বাস্থ্যক্ষেত্রে যা প্রভূত পরিবর্তন আনবে।’‌’‌ এ প্রসঙ্গে তিনি আরও জানান, ‘‌‘‌আমাদের বিজ্ঞানীরা কঠিন পরিশ্রম করছেন। করোনার তিনটি ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ের ট্রায়ালে রয়েছে। এতে আমরা সফল হলেই, দেশের কোভিড যোদ্ধাদের প্রথমেই এই ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে।”‌

অন্যদিকে এদিন লালকেল্লা ভাষণে প্রধানমন্ত্রী দেশের বর্তমান তিনটি করোনা প্রতিষেধকের কথা যেমন দেশবাসীকে জানিয়েছেন, সেই সঙ্গে এদিনই তিনি দেশের করোনা যোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপনও করেছেন। করোনা যোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও সম্মান জ্ঞাপন করে প্রধানমন্ত্রী এদিন বলেছিলেন, ‘‌‘‌এই কঠিন সময়ে করোনা যোদ্ধারা আরও একবার বুঝিয়ে দিয়েছেন, সেবাই পরম ধর্ম। আমি করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ।”‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!