এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা পুরসভা নির্বাচনে গেরুয়া শিবিরের বিপুল হারের পেছনের আসল কারণ কি? শুরু সমালোচনা

কলকাতা পুরসভা নির্বাচনে গেরুয়া শিবিরের বিপুল হারের পেছনের আসল কারণ কি? শুরু সমালোচনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 144 এর মধ্যে মাত্র তিনটি- এভাবেই কলকাতা পুর নির্বাচন শেষ করেছে গেরুয়া শিবির। একুশের বিধানসভা নির্বাচন, তারপর পরপর উপনির্বাচন এবং সবশেষে কলকাতা পুরসভা নির্বাচন, প্রত্যেকটিতে একের পর এক হার। কার্যত এই বিপর্যয়ের কারণে এই মুহূর্তে গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস একেবারে তলানিতে। দলের সাংগঠনিক পরিস্থিতিও যথেষ্ট খারাপ বলেই মনে করা হচ্ছে। মনে করা হচ্ছিল, কলকাতা পুরসভা নির্বাচনেই গেরুয়া শিবির অন্তত ঘুরে দাঁড়াবে।

কিন্তু সেই সম্ভাবনা অচিরেই শেষ হয়ে গেছে। বরং গেরুয়া শিবির যেখান থেকে শুরু করেছিল ঠিক সেই জায়গাতে এসে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের বিপর্যয়ের কারণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে দলের অন্দরেই। অনেকেই দায়ী করেছে প্রার্থী নির্বাচন এবং গোষ্ঠীদ্বন্দ্বকে। কার্যত এই সমস্যা গেরুয়া শিবিরের আজকের নয়, 21 এর বিধানসভা নির্বাচনের সময়ও ঠিক এই রকম সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু এত দিনেও সেই সমস্যার সমাধান হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরাজিত প্রার্থীদের অনেকেই বলছেন, কলকাতায় দলের সাংগঠনিক শক্তি যদি আরো মজবুত হতো, যদি আদি-নব্যের মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব না থাকতো তাহলে পুরো ভোটের ফল আর একটু ভালো হতো। প্রচারে লোক পাওয়া যাচ্ছে না বলে আগেই 44 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মুকেশ সিং আক্ষেপ প্রকাশ করেছিলেন। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। কার্যত একের পর এক হার গেরুয়া শিবিরকে রাজ্য রাজনীতিতে একেবারে পেছনের সারিতে ঠেলে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই অবস্থাতে বিজেপি আদৌ তাঁদের সমস্যাগুলো সমাধান করে কিনা সেদিকেই থাকবে নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!