এখন পড়ছেন
হোম > রাজ্য > আশাপূর্ণ হলো না আন্দোলনে নামার হুমকি পুরোহিতদের

আশাপূর্ণ হলো না আন্দোলনে নামার হুমকি পুরোহিতদের


এদিন বীরভূমে অনুব্রত মণ্ডলের আয়োজিত “ব্রাহ্মণ ও পুরোহিত সম্মেলনে” গিয়েছিলেন অসংখ পুরোহিত। আশা একটাই এবার তাঁদের জন্য ভাতার ঘোষণা করা হবে।নামাবলী, গীতা, স্বামী বিবেকানন্দের অমৃতবাণী ও রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দের ছবি এসব মিললেও আসল চাহিদা ভাতা মিললো না। হাতাশাতেই ফিরতে হলো। তাই এবার আন্দোলনে নামার হুমকি দিয়েছেন পুরোহিতরা।সম্মেলনে যোগ দেওয়া এক পুরোহিত সাফ জানালেন যে গ্রামের তৃণমূল নেতার কথায় এই সম্মেলনে এসেছিলেন কিন্তু এখানে এসে আশাহত হলেন। কোনও দিন কোনও সুবিধা পাননি। এখন বিজেপি যদি সম্মেলন করে সেখানেও যাবেন।আবার অনেকে বললেন এখনও পর্যন্ত কিছুই পাননি।কী পাব, তাও বুঝতে পারছি না। ব্রাহ্মণদের কিছুই নেই। আশা ছিল কিছু একটা পাব। কিন্তু কিছুই তো ঘোষণা করল না। সবাই আশায় ছিল।অনেকে আবার বললেন পুরোহিত এমন পেশা, যেখানে উপার্জন কম। তাই নতুন প্রজন্ম এই পেশায় আসতে চাইছে না। অনেকে অনেক কিছু ভাতা পায়। কিন্তু ব্রাহ্মণদের দিকে সরকার কোনও নজর দেয়নি। আমরা আশা করেছিলাম ভাতা ঘোষণা করা হবে। কিন্তু সেটা হয়নি। ফলে আমরা হতাশ।তারাপীঠের কবিচন্দ্রপুর রামকৃষ্ণ পরমহংস আশ্রমের মহারাজ হংসানন্দজি মহারাজ স্বয়ং এদিন সভায় উপস্থিত ছিলেন হতাশা সোনা গেলো তাঁর গলাতেও।তিনি এদিন বললেন , চেয়েছিলাম পুরোহিতদের কিছু একটা ব্যবস্থা হোক। কিন্তু সভাতে সেরকম কিছুই ঘোষণা হল না। আমরা ১৫ দিন অপেক্ষা করব। তারপরও যদি পুরোহিতদের জন্য কিছু না হয়, তাহলে আমরা আলোচনা করে আন্দোলনে নামব।শুধু মাহারাজ নন তাঁর সাথে সুর মেলালেন সম্মেলনে আসা অনেকেই তারা পরিষ্কার জানালেন আমরা অন্ধকারে থেকে গেলাম। আগামী দিনে কোনও সুবিধা না পেলে আন্দোলনের পথে হাঁটব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!