গ্রেফতার হয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক বাড়ালেন আনিসুর রহমান রাজ্য January 9, 2018 এক মাস হলো মুকুল রায়ের হাত ধরে দলবদল করে বিজেপিতে এসেছেন পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান আনিসুর রহমান। এর এর মধ্যেই গ্রেফতার হলেন এই বিজেপি নেতা। এদিন মহিলাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত আনিসুর রহমান শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বললেন ”দলবদল করায় রাজনীতির শিকার হলাম।”তিনি অভিযোগ করেছেন যে দলবদল করার ফলে তিনি শাসকদলের কাছে চক্ষুশুল হয়ে উঠেছেন তাই তাঁকে চাপে ফেলতে সব রকম চেষ্টা করছে শাসকদল। এদিন তমলুকের শ্রেয়া দাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতা আনিসুর রহমানকে আটক করে। সোমবার দুপুরে তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হয় তখন তিনি অভিযোগ করেন যে তিনি রাজনীতির শিকার। পাশাপাশি তিনি জানান যে ”আমি বিশ্বাস করি, সত্যের জয় হবেই।”স্থানীয় সূত্রে জানা গেছে যে তমলুকের যুবতী শ্রেয়া দাসের সঙ্গে নাকি আনিসুরবাবুর একটা সম্পর্ক ছিল।এদিন শ্রেয়া ঘুমের ওষুধ খান,তার পর তাঁর বাড়ির লোকজন তাঁকে নার্সিংহোমে ভর্তি করেন। সেখানে আনিসুরবাবু শ্রেয়ার সাথে দেখা করতে যান এবং শ্রেয়ার অভিযোগের ভিত্তিতে তাঁকে পুলিশ গ্রেফতার করে। পাশাপাশি নার্সিংহোমের বাইরে তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে আনিসুরবাবুকে গ্রেফতারের দাবিতে।পুলিশের গাড়িতে তোলার সময় আনিসুরবাবুকে তৃণমূল কর্মীরা মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। তবে আনিসুরবাবুর এই অভিযোগের পর রাজ্যরাজনীতিতে শোরগোল পরে গেছে। আপনার মতামত জানান -