এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শেষের সেদিন কি আরও কাছে! ভাইপোর সামনে চরম বিপদ? কটাক্ষ করে আইনে আস্থা বিজেপির!

শেষের সেদিন কি আরও কাছে! ভাইপোর সামনে চরম বিপদ? কটাক্ষ করে আইনে আস্থা বিজেপির!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ তাতে আরও বিড়ম্বনায় ফেলে দিয়েছে বাংলার যুবরাজকে। তবে রক্ষাকবচ পাওয়ার জন্য বারবার আদালতে যেতে দেখা যাচ্ছে তৃণমূলের সেই সেনাপতিকে। যা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। আর এসবের মাঝেই একদিন না একদিন আইনের জালে ফাসতেই হবে। কেউ যদি দোষ করে থাকে, তাহলে ভারতবর্ষের আইন তাকে সাজা দেবেই। এবার সেই দাবিই করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার ইঙ্গিতের মধ্য দিয়ে স্পষ্ট যে, আগামী দিনের সময় খুব একটা ভালো নয় তৃণমূলের যুবরাজের। তেমনটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

প্রসঙ্গত, এদিন ইডির তলব এবং ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে সুকান্তবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনেক বড় বাড়ির ছেলে। তিনি সোনার চামচ নিয়ে জন্মেছেন। তবে কেউ আইনের উর্ধ্বে নয়। আজ না হোক কাল, যদি কেউ দোষ করে, তাহলে ভারতবর্ষের আইনে তাকে সাজা পেতেই হবে। ভারতবর্ষের আইন হচ্ছে কৃষ্ণের মত। একশোটা দোষ করলে মেনে নেবে। কিন্তু তারপর যদি কেউ দোষ করে, তাহলে তাতে তার গলা কাটা যাবে। এক্ষেত্রেও তাই হবে।”

আর বিজেপির রাজ্য সভাপতি এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন একাংশ। তারা বলছেন, হয়তো আইনের একটা অংশে রক্ষাকবচ পেয়ে নাচানাচি করছেন বাংলার যুবরাজ। কিন্তু দুর্নীতি যে হয়েছে, আর সেখানে তার কোম্পানির নাম যেভাবে জড়িয়ে পড়েছে, তাতে তিনি প্রবল চাপে রয়েছেন। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তার এত দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি যে কথা বলেছেন, তাতে আগামী দিন খুব একটা সুখকর হবে না শাসক দলের এই সেনাপতির বলেই দাবি সমালোচক মহলের।

গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের কটাক্ষ, সততার প্রতিমূর্তি নাকি এই তৃণমূল দলের সেনাপতি! এতই যখন তার ক্ষমতা, তাহলে ইডির মুখোমুখি হতে তিনি এত ভয় পাচ্ছেন কেন? কেন বারবার তাকে রক্ষাকবচ নিতে হচ্ছে! কেনই বা আদালতের দরজায় গিয়ে নিজের সুরক্ষার গ্যারান্টি নিতে হচ্ছে যুবরাজকে? দুর্নীতি না করলে তো তার ভয় পাওয়ার কিছু নেই। তবে সেই সময় আর বেশি দেরি নেই, যখন আইনের জালে ফাসতে হবে যুবরাজকে। দুর্নীতির কারণে তাকে সাজা পেতেই হবে বলে দাবি বিরোধী পক্ষের।

পর্যবেক্ষকদের মতে, দিল্লিতে রাজনৈতিক কর্মসূচিকে দেখিয়ে গতকাল ইডির মুখোমুখি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আবার তাকে আগামী সপ্তাহে তলব করা হয়েছে। ফলে তিনি সেখানে যাবেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। যদি তিনি যান, তাহলে এবার ডাকাডাকি করার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি ফাইনাল টাচ দেবে, বড় কোনো পদক্ষেপ গ্রহণ করবে ভাইপোর বিরুদ্ধে? নাকি আবার তাকে ছেড়ে দেবে! তা নিয়েও শুরু হয়েছে চর্চা। আর এসবের মাঝেই সুকান্ত মজুমদার বুঝিয়ে দিলেন, দোষ করে কেউ ছাড়া পাবে না। ফলে যে যাই বলুন না কেন, বিজেপি কিন্তু আইনের ওপর ভরসা রাখছে। আর সেই আইনকে হাতিয়ার করেই তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষে রাজনৈতিক ময়দানকে কাঁপিয়ে তুলছে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!