এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিল্লি থেকে ফেরার আগেই চরম বিপাকে অভিষেক? কড়া পদক্ষেপ ইডির! সোচ্চার পদ্ম শিবির!

দিল্লি থেকে ফেরার আগেই চরম বিপাকে অভিষেক? কড়া পদক্ষেপ ইডির! সোচ্চার পদ্ম শিবির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কত বড় বীর তিনি। এমন বীর যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে গেলে তাকে বারবার রক্ষাকবচ নিতে হয়! চাপে পড়বেন জেনে কখনও বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে যেতে হয় আদালতের অন্য একটি বেঞ্চে। কিন্তু যিনি এত বড় বড় কথা বলেন, তার রক্ষাকবচ নিয়ে কেন তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে? সেই প্রশ্ন বারবার তুলেছে বিরোধীরা। তবে এসবের মাঝেই যখন দিল্লিতে ধরনা, বিক্ষোভ করার পর রাজ্যে ফিরে আসার উদ্যোগ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই চরম বিপাকে পড়লেন তিনি। কিছুদিন আগেই তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তলব করা হয়েছিল। তিনি দিল্লির কর্মসূচিকে দেখিয়ে সেখানে উপস্থিত হননি। আর এবার তার সহধর্মিনী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি।

সূত্রের খবর, আজ ইড়ির পক্ষ থেকে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একটি নোটিশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্থাৎ অভিষেক বাবুর পর এবার তার স্ত্রীকেও ডেকে পাঠালো ইডি। বিশেষ সূত্র মারফত খবর, নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বিষয়টি প্রকাশ্যে এসেছে। যার সিইও আবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিভিন্ন তথ্য দরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আর সেই কারণেই রুজিরাদেবীকে তলব করা হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়া থেকে বিরত থাকবেন, নাকি আদালতের দ্বারস্থ হবেন?

গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তাতে এবার মাথাকে ধরতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণেই যুবরাজের পরিবারের সকল সদস্যই এবার ডাক পেতে শুরু করেছেন। সামনের দিন অত্যন্ত ভয়ংকর। নিয়োগ দুর্নীতি যে হয়েছে, তা তো স্পষ্ট। তাই এবার ফাইনাল পর্বের ডাকাডাকি করছে ইডি। তাই অভিষেকবাবুর মতো যদি রুজিরাদেবীও জেরা পর্বকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তাহলে আইনগত যা পদক্ষেপ নেওয়ার, তাই নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে আইন আইনের পথে চলবে বলেই দাবি বিরোধীদের।

পর্যবেক্ষকদের মতে, নিজেকে সততার প্রতীক বলে অনেক বড় বড় দাবি করেন বাংলার যুবরাজ। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তার অ্যালার্জি। সেখানে গেলেই তিনি রক্ষাকবচ নিয়ে জেরার মুখোমুখি হন। যাতে তাকে জেরা পর্বেই গ্রেফতার না করে নেয় কেন্দ্রীয় সংস্থা। কিন্তু একদিন না একদিন কড়া পদক্ষেপ নেবে ইডি। আর সেদিন খুব বেশি একটা দূরে নেই বলেই দাবি একাংশের। তাই এই পরিস্থিতিতে যদি ক্ষমতা থাকে, তাহলে রুজিনাদেবীর ইডির মুখোমুখি হওয়া উচিত বলেই দাবি করছে পদ্ম শিবির। কিন্তু শেষ পর্যন্ত কি হয়, ইডির মুখোমুখি হতে পারেন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মীনি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!