এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃনমূলের জন্য অপেক্ষা করেও সময় নষ্ট! কেন্দ্রীয় মন্ত্রীর বিস্ফোরক তথ্য ফাঁস! যুবরাজকে তুলোধোনা বিজেপির!

তৃনমূলের জন্য অপেক্ষা করেও সময় নষ্ট! কেন্দ্রীয় মন্ত্রীর বিস্ফোরক তথ্য ফাঁস! যুবরাজকে তুলোধোনা বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যন্তর মন্তরের ধর্না সভা করার পর কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের দাবি জানানোর কথা ছিল তৃণমূল নেতাদের। সেই মতো তারা মন্ত্রীর দেওয়ার সময় অনুযায়ী সেখানেও গিয়েছিলেন। কিন্তু তৃণমূলের অভিযোগ, মন্ত্রী তাদের সঙ্গে দেখা করেননি। যার ফলে তারা প্রতিবাদ করার কারণে তাদেরকে পুলিশ দিয়ে গ্রেফতার করা হয়েছে। সত্যিই কি এই ধরনের ঘটনা ঘটেছে! নাকি তৃণমূল দিল্লির বুকেও রাজনীতি করার জন্য এই ধরনের অভিযোগ করছে! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল একাংশ। আর তার মাঝেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী যে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন, তাতে চাপে পড়ে গেল গোটা ঘটনায় নানা বড় বড় কথা বলার তৃণমূল নেতারা। পরিস্থিতি দেখে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, তৃণমূল অভিযোগ করছে যে, কেন্দ্রীয় মন্ত্রী তাদের সঙ্গে দেখা করেননি। তবে সেই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। তিনি এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করে দাবি করেছেন, তৃণমূলের প্রতিনিধি দলের কথা শোনার জন্য সন্ধ্যে 6 টা থেকে প্রায় আড়াই ঘণ্টা নিজের দপ্তরে অপেক্ষা করেছিলেন তিনি। কিন্তু তৃণমূলের কেউ আসেনি। যার জন্য তার সময় নষ্ট হয়েছে। আর এখানেই প্রশ্ন, তাহলে কে ঠিক বলছেন? তৃণমূল বলছে, মন্ত্রী তাদের সঙ্গে দেখা করেনি। কিন্তু মন্ত্রী যুক্তি দিচ্ছেন, অপেক্ষা করেও তার দপ্তরে আসেনি তৃনমূল। তাই তার সময় নষ্ট হয়েছে। তাহলে গন্ডগোলটা কোথায়?

বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী যে যুক্তি তুলে ধরেছেন, তা একদমই ঠিক। তৃণমূল গা জোয়ারি করার চেষ্টা করেছিল। তারা দাবি করেছিল যে, মন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তারা 40 জন মিলে তার ঘরে ঢুকবেন। কিন্তু কোথাও এই জিনিস হয় না। মন্ত্রী একটি নির্দিষ্ট প্রতিনিধি দলকে ঢোকার অনুমতি দিয়েছিলেন। আর তাতে রাজি না হয়ে তৃণমূল হট্টগোল করতে শুরু করে দেয়। তাই সেদিক থেকে মন্ত্রী যে যুক্তি দিয়েছেন, তা একদমই সঠিক। তৃণমূল নিজেদের অনায্য দাবিকে নিয়ে এখন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। তবে পশ্চিমবঙ্গে তো তৃণমূলের অনেক নেতা-মন্ত্রী রয়েছেন। কোনো সরকারি দপ্তরে মানুষের দাবি নিয়ে যদি বিরোধীরা কোনো সরকারি আধিকারিকের সঙ্গেও দেখা করতে চায়, তাহলে কি তারা দেখাটুকু করেন? না, করেন না। কিন্তু দিল্লিতে মন্ত্রী দেখা করতে রাজি হয়েছিলেন। তবে সেখানেও তৃণমূলের গা জোয়ারী মানা হয়নি। যার কারণেই এখন মিথ্যে কথা বলছেন তৃণমূল নেতারা বলেই পাল্টা দাবি বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূল হয়ত এর পরেও মন্ত্রীর বক্তব্যকেও মিথ্যা বলে দাবি করবে। কিন্তু যদি অতই বুকের পাটা থাকে, তাহলে মন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে লড়াইয়ের ময়দানে আসুক রাজ্যের শাসক দল। তাহলে কে সত্যি বলছে, আর কে মিথ্যে বলছে, তা প্রমাণ হয়ে যাবে। তেমনটাই বলছেন বিরোধীরা। কারণ সাধারণ মানুষও জানতে চায়, গোটা ঘটনায় প্রকৃত গলদ কাদের? তবে প্রতিনিধি দলের দেখা করা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী যে ভয়াবহ তথ্য ফাঁস করলেন, তাতে তৃণমূল এবং তাদের যুবরাজ যথেষ্ট ব্যাকফুটে পড়ে গেল। দিনের শেষে তেমনটাই দাবি রাজনৈতিক সমালোচকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!