এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের দলীয় নির্বাচন, আসতে পারবেন না এই বিধায়করা! সিদ্ধান্ত ঘিরে জল্পনা!

তৃণমূলের দলীয় নির্বাচন, আসতে পারবেন না এই বিধায়করা! সিদ্ধান্ত ঘিরে জল্পনা!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ফেব্রুয়ারি মাসের শুরুতেই তৃণমূলের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তবে তৃণমূলের সকল দলীয় পদাধিকারী থেকে শুরু করে দলীয় বিধায়করা সেই নির্বাচনে যে অংশ নেবেন, তা স্পষ্ট। ইতিমধ্যেই 2021 এর বিধানসভা নির্বাচনের পর একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিকভাবেই তারাও কি তৃণমূলের এই সাংগঠনিক নির্বাচনে অংশগ্রহণ করবেন, নাকি তাদেরকে ডাকা হবে না, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। তবে তৃণমূলের সিদ্ধান্তের পর অন্য দল থেকে আসা বিধায়কদের যে এই সাংগঠনিক নির্বাচনে অংশগ্রহণ করানো হচ্ছে না, তা কার্যত স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আগামী 2 ফেব্রুয়ারি তৃণমূলের এই সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এখনও পর্যন্ত সমস্ত তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক সেখানে আমন্ত্রণ পেলেও, বিজেপি থেকে আসা বিধায়করা আমন্ত্রণ পাননি। যার জেরে দলবদলু বিধায়কদের তৃণমূল নিজেদের সাংগঠনিক নির্বাচনে অংশগ্রহণ করাবে না বলেই মনে করা হচ্ছে। একাংশ বলছেন, এমনিতেই দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে উঠেপড়ে লেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে অন্য দল থেকে আসা বিধায়করা যদি তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে বিজেপি সেটাকে প্রমাণ হিসেবে পেয়ে যাবে। ফলে অনেক হেভিওয়েট বিধায়কের সদস্যপদ চলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস খুব সূক্ষ্মভাবে সাংগঠনিক নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রেও আমন্ত্রিতদের তালিকা নিয়ে সর্তকতা অবলম্বন করছে বলেই মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!