এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মীকে খুনের অভিযোগে এবার পুলিসের জালে পলাতক দুই সন্দেহভাজন

ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মীকে খুনের অভিযোগে এবার পুলিসের জালে পলাতক দুই সন্দেহভাজন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই কলকাতার কাঁকুড়গাছি অঞ্চলে নিহত হন ৩০ বছর বয়স্ক বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হন তাঁর পরিবারের সদস্যরা। এরপর এই ঘটনায় ৮ জনের নামে এফআইআর করা হয়। যাদের মধ্যে ৫ জনকে ইতিপূর্বেই গ্রেফতার করেছে পুলিশ। এবার এর সঙ্গে জড়িত আরো দুজন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা গেছে, কলকাতার নারকেলডাঙ্গার দুই বাসিন্দা সঞ্জয় দে ও অভিজিৎ দের নামে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে হত্যার অভিযোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে চন্দননগরে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগরের হানা দেয় নারকেলডাঙ্গা থানার পুলিশ। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩২৩, ৩৪১, ৪২৭, ৫০৬, ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। ৮ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। তবে, একজনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সেই অভিযুক্তর সন্ধান করছে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বিজেপি নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ শনাক্ত করতে দুবার ময়নাতদন্ত করা হয়েছিল। তবে, তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তার দেহ একেবারে বিকৃত হয়ে গেছে। তাই তাঁকে সনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে। ভোট-পরবর্তী হিংসার মামলার শুনানিতে হাইকোর্টে তাঁর বিষয়ে বক্তব্য রাখতে দেখা যায় মামলাকারীর আইনজীবিকে। এরপর আদালতের পক্ষ থেকে তাঁর ডিএনএ টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশে গত ৫ ই জুলাই দ্বিতীয় বার ময়নাতদন্ত করা হয়েছিল অভিজিৎ সরকারের। এরপর তাঁর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। তাঁর দাদার রক্তের নমুনা সংগ্রহ করেছে কলকাতার কমান্ড হাসপাতাল। এই নমুনা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ডিএনএ টেস্ট অত্যন্ত জরুরী। এদিকে ভোট পরবর্তী হিংসার মামলায় আগামীকাল আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে রাজ্যকে। আগামী ২৮ সে জুলাই এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!