এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করিমপুর দখলে তৃনমূলের হাতিয়ার এনআরসি, ময়দানে নামলেন হেভিওয়েট নেতা

করিমপুর দখলে তৃনমূলের হাতিয়ার এনআরসি, ময়দানে নামলেন হেভিওয়েট নেতা

লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ভালো ফলাফল করার পর টার্গেট করেছে, আগামী 2021 এর বিধানসভা নির্বাচনকে। তবে বিধানসভা নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলের কাছে অ্যাসিড টেস্ট হিসেবে চলে এসেছে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।

আগামী 25 নভেম্বর করিমপুর, খড়গপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই এই কেন্দ্রগুলো দখলে শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দল তৎপর হয়ে উঠেছে। চলছে জোর প্রচার। আর এই প্রচার পর্বে বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে।

বস্তুত, করিমপুর বিধানসভা কেন্দ্রটি এতদিন তৃণমূলের দখলে থাকায় এবার এই কেন্দ্র নিজেদের দখলে আনতে উদ্যোগী হয়েছে বিজেপি। তবে এই কেন্দ্র যাতে তাদের দখলে থাকে, তার জন্য এবার সীমান্তবর্তী এই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে এনআরসি ইস্যুতে সরব হতে দেখা যাচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতা, মন্ত্রীদের।

সূত্রের খবর, বৃহস্পতিবার করিমপুর 2 ব্লকের ধোড়াদহ 2 গ্রাম পঞ্চায়েতের চর নবীনগঞ্জে তৃনমূল প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী জনসভায় যোগ দেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে তিনি বলেন, “আমি মুসলিম। আমার বোনের নাম মহুয়া মৈত্র, আর দিদির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বাংলায় এটাই ধর্ম। কিন্তু ধর্মের ভিত্তিতে বিজেপি ভারতবর্ষের মানুষকে ভাগ করতে চাইছে। এনআরসির বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। আমরা কোনোমতেই এনআরসি হতে দেবো না।”

বিশেষজ্ঞরা বলছেন, এই করিমপুরের অনেক সংখ্যালঘু মানুষের বাস। ফলে সেদিক থেকে বিজেপির বিরুদ্ধে এনআরসি ইস্যুকে চওড়া করে সেই সংখ্যালঘুদের ভোটব্যাংক নিজেদের দিকে নিয়ে এসে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে চাইছেন ফিরহাদ হাকিম বলে মত একাংশের।

এদিন এনআরসির পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতি নিয়ে সমালোচনা করেন তৃণমূলের ফিরহাদ হাকিম। তিনি বলেন, “লোকসভা নির্বাচনে মোদীজি বলেছিলেন, ভারতে সুদিন আসবে, চাকরি হবে, 15 লক্ষ টাকা প্রতিটি মানুষের অ্যাকাউন্টে আসবে। কিন্তু কোনো কাজ হয়নি। চাকরি দেওয়ার বদলে চাকরি কেড়ে নিয়েছেন। টাকা দেওয়ার পরিবর্তে মেহুল চোকসি, বিজয় মাল্য, নীরব মোদিরা টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছেন। কেন্দ্রের বিজেপি সরকারের আমলে সমস্ত জিনিসের দাম বাড়ছে। সরকারি সংস্থাকে বিক্রি করে বেসরকারি সংস্থা করে দেওয়া হচ্ছে। ভারতের অর্থনৈতিক ব্যবস্থা আজ মেরুদণ্ডহীন হয়ে পড়ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বিজেপিকে কটাক্ষ করার পাশাপাশি রাজ্যে তৃণমূল কংগ্রেস কি কি উন্নয়ন করেছে, এদিন তার কথাও সাধারণ মানুষের কাছে তুলে ধরেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই বাংলার মানুষ শান্তিতে থাকতে পারছেন। বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন। হাসপাতালে যাবতীয় পরীক্ষা করার ব্যবস্থা হয়েছে। বাংলার মানুষ উন্নয়ন বোঝে, সাম্প্রদায়িক সম্প্রীতি চায়। তাই এই করিমপুরের মানুষ উন্নয়নের জন্য তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”

এদিকে ফিরহাদ হাকিমের পাশাপাশি করিমপুর 2 ব্লকের 6 টি গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়কে 30 হাজার ভোটে লিড দেওয়ার আবেদন জানান এখানকার ভূতপূর্ব তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র। তবে এনআরসি থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী ইস্যুকে হাতিয়ার করে যখন বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছে তৃণমূল, ঠিক তখনই পাল্টা করিমপুরে প্রচারে মাত করছে বিজেপি এবং বাম-কংগ্রেস। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রচারে শাসক-বিরোধী হেভিওয়েটদের আগমনে জমজমাট করিমপুর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!