এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুর্নীতি করলেই হিরো? নিজের দলকে নিয়ে একি বললেন মদন! প্রবল অস্বস্তিতে তৃনমূল!

দুর্নীতি করলেই হিরো? নিজের দলকে নিয়ে একি বললেন মদন! প্রবল অস্বস্তিতে তৃনমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এতদিন বিরোধীরা বলতো, দুর্নীতি না করলে তৃণমূলে বড় নেতা হওয়া যায় না। যারাই তৃণমূলে যাবে, তারাই দুর্নীতিতে হাত পাকাতে শুরু করবেন। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে কি সেই বিষয়টিই বুঝিয়ে দিতে চাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র? ইতিমধ্যেই এই হেভিওয়েট তৃণমূল বিধায়কের একটি বক্তব্য নিয়ে তীব্র চর্চা হতে শুরু করেছে। যেখানে তিনি বলছেন, যারা রাজনৈতিক নেতা, তাদের এখন ইডি, সিবিআই ছুয়ে আসতে হয়। শুধু তাই নয়, একসময় তিনি জেল খেটেছেন এবং তদন্তের মুখোমুখি পড়েছিলেন। সেই জন্যেই আজ তার গুরুত্ব রয়েছে বলেও বুঝিয়ে দিতে চাইলেন এই তৃণমূল বিধায়ক। যার ফলে অনেকে কটাক্ষ করে বলছেন, তাহলে কি দুর্নীতি করলেই তৃণমূলে হিরো হয়ে ওঠা যায়?

প্রসঙ্গত, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সির তলব নিয়ে মদন মিত্রকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “পুরোহিতকে একবার করে যেমন মন্দির ছুঁয়ে আসতে হয়, তেমনটাই রাজনৈতিক নেতাদের এখন একবার করে ইডি, সিবিআই ছুয়ে আসতে হয়। তা নাহলে স্ট্যাটাস মেনটেন হয় না। সেই জন্যই আজকে আমি বিধায়ক হয়ে বিধানসভায় বসে রয়েছি। তা না হলে আমাকে রাস্তার পাগলের সঙ্গেও তুলনা করা হতো না।” আর একজন শাসকদলের বিধায়ক হয়ে তখন যখন তার দলের সর্বোচ্চ নেতা জেরার মুখোমুখি রয়েছেন, তখন এটা কি বলে ফেললেন মদন মিত্র! অনেকে বলছেন, নাম না করে হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো নিজের এই মন্তব্যের মধ্যে দিয়ে কথা শোনানোর চেষ্টা করলেন এই তৃণমূল বিধায়ক। আবার অনেকে বলছেন, দলে যে দুর্নীতি রয়েছে, সেটাই আবার স্পষ্ট করলেন মদনবাবু।

বিশেষজ্ঞদের মতে, মদন মিত্রকেও দুর্নীতির ঘটনায় দীর্ঘদিন জেল খেটে আসতে হয়েছে। বর্তমানে তিনি তৃণমূলের বিধায়ক। কিন্তু দলের মূল স্রোত থেকে অনেকটাই পেছনের সারিতে রয়েছেন। তার মনেও যে অনেক ক্ষোভ, অভিমান রয়েছে, তা মাঝেমধ্যেই প্রকাশ পায়। এদিন মদন মিত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হয়তো বা কটাক্ষ করেছেন। কিন্তু তার কথার মধ্যে অনেক রূপকধর্মী বাক্য ছিল। যা দলীয় নেতাদের কথা শোনানোর জন্য যথেষ্ট বলেই মনে করছেন একাংশ।

বিরোধীদের মতে, নিজের বক্তব্যের মধ্যে দিয়ে দুটো জিনিস স্পষ্ট করতে চেয়েছেন মদন মিত্র। প্রথমত, এখন সমস্ত রাজনৈতিক নেতাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হয়। অর্থাৎ রাজনৈতিক নেতাদের মধ্যে যে দুর্নীতি হচ্ছে, তা তিনি বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি যে দীর্ঘদিন জেল খেটে এসেছেন, তদন্তকারী সংস্থার জেরায় ছিলেন, আর তার জন্যই যে আজকে তিনি বিধায়ক, তাও তুলে ধরেছেন মদনবাবু। হয়ত কটাক্ষ করেই তিনি এই কথা বলেছেন। তবে এর ফলে আরও একটা জিনিস পরিষ্কার যে, তৃণমূল দলে যারা দুর্নীতি করবে, তারাই হিরো হয়ে উঠবেন। স্বভাবতই মদনবাবুর এই মন্তব্য তৃণমূলের কাছে যে যথেষ্ট অস্বস্তির হয়ে দাঁড়াচ্ছে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!