মুখ্যমন্ত্রীর নাক কাটা প্রসঙ্গে মুখ খুললেন পার্থ -শোভন জাতীয় বিশেষ খবর রাজ্য November 26, 2017 পরিচালক সঞ্জয় লীলা বনশালির নতুন সিনেমা পদ্মাবতীকে গতকাল বাংলায় স্বাগত জানানোর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করেন হরিয়ানার বিজেপিনেতা সুরজ পাল আমু, নিজের বক্তব্যে তিনি রামায়ণের লক্ষ্মণ-সূর্পনখার প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রীকে অপমান করেন বলে অভিযোগ। আর তার ফলে তীব্র সমালোচনার মুখে পড়েন ওই নেতা। এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং কলকাতার মেয়র তথা রাজ্যের গুরুত্ত্বপূর্ন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ও তোপ দেগেছেন এনিয়ে। এদিন পার্থবাবু হরিয়ানার ওই বিজেপিনেতা সূরজ পাল আমুকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ওনাকে ক্ষমা চাইতে হবে, না হলে আমরাও ওনার দিকে নজর রাখছি, উনি অশিক্ষিতের থেকেও নিম্নমানের। সাথে পার্থবাবু আরও বলেন, দূরে থেকে এধরনের অনেক কিছুই বলা যায়। এই ধরনের অভদ্র, কুরুচিকর রাজনীতির বাক্যচয়ন যাঁরা করেন, তাঁরা অশিক্ষিতের থেকেও নিম্নমানের। উনি শূর্পণখা বলবেন আর ঘুরে বেড়াবেন, এটা হতে পারে না। বাংলার মানুষ এটা হতে দেবে না। চুপ থাকেননি কলকাতার মেয়রও। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সংস্কৃতির ধারক ও বাহক। যাঁরা এই ধরনের কুরুচিকর মন্তব্য করেন, তাঁরা অধিকারের সীমা লঙ্ঘন করছেন। আর যে রাজনৈতিক দল এই ধরনের নেতাদের মদত দেয় তাদের রুচি সম্পর্কে আপনাদের বুঝে নিতে হবে। তবে ওই বিজেপি নেতার তরফ থেকে এখনো পর্যন্ত ক্ষমা চাওয়া হয়নি বলেই জানা গেছে। আপনার মতামত জানান -