এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তার প্রসঙ্গ নিয়ে প্রবল মতান্তর গেরুয়া শিবিরে

বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তার প্রসঙ্গ নিয়ে প্রবল মতান্তর গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্ব থেকে রাজ্য বিজেপির বহু নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হয়েছিল। এখনো কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন বিজেপির একাধিক নেতা। এদিকে, বহু বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তার মেয়াদ আগামীকাল শেষ হয়ে যাবার কথা। এই পরিস্থিতিতে অনেকে কেন্দ্রীয় নিরাপত্তা রেখে দিতে চান। অনেকে আবার কেন্দ্রীয় নিরাপত্তার ছেড়ে দিতে চান। ফলত কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর গেরুয়া শিবিরে।

গত ৭ ই মে বেশ কিছু বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চিঠি দিয়ে জানানো হয়েছিল যে, গত ১৫ ই মে পর্যন্ত তাঁদের কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হবে। তবে, পরবর্তীতে তাদের জানানো হয় যে, আগামীকাল পর্যন্ত তাদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হবে। বেশকিছু বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তার মেয়াদ আগামীকাল শেষ হতে চলেছে। এ প্রসঙ্গে জনৈক সিআইএসএফ কর্তা জানিয়েছেন যে, কতজনের কেন্দ্রীয় নিরাপত্তা আগামীকাল শেষ হয়ে যাবে, নিরাপত্তার কারণে তা প্রকাশ করা সম্ভব নয়। তবে অনেকেরই আগামীকাল কেন্দ্রীয় নিরাপত্তার মেয়াদ শেষ হচ্ছে। তাঁদেরকে ফোন করে একথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে অনেকে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে দিতে চান, অনেকে আবার কেন্দ্রীয় নিরাপত্তা রেখে দিতে চান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির বিধায়কদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা রাখা হচ্ছে। শুভেন্দু অধিকারী, মুকুল রায় সহ ৬৭ জন বিজেপি বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন। আবার, সদ্য অন্য দল থেকে আসা বেশকিছু নেতা-নেত্রীকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হয়েছিল। যাঁদের মধ্যে সংখ্যা হল প্রায় ৮০ জন। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন যে, কেন্দ্রীয় নিরাপত্তার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়ে। কাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হবে? তা স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়। যা দলের কোন ব্যাপার নয়। মাঝে মাঝে নিরাপত্তার বিষয়ে পর্যালোচনা করা হয়। সেখানে কাকে নিরাপত্তা দেয়া হবে? কার নিরাপত্তা বাড়ানো হবে? কার নিরাপত্তা কমানো হবে? বা কার নিরাপত্তা তুলে দেয়া হবে? আলোচনা চলে।

বেশ কিছু বিজেপি নেতা কেন্দ্রীয় নিরাপত্তার রেখে দিতে চাইছেন। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এ প্রসঙ্গে জানিয়েছেন যে, প্রথমে তিনি কেন্দ্রীয় নিরাপত্তা চাননি। কিন্তু তাঁর ওপর বেশ কয়েকবার হামলার পর তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হয়েছিল। এখন তাঁকে বলা হয়েছে যে, যদি তিনি কেন্দ্রীয় নিরাপত্তা বহাল রাখতে চান, তবে তাঁকে আবেদন করতে হবে। তিনি এখনো পর্যন্ত কিছু জানাননি। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন। নিজের নাম গোপন রেখে বিজেপির এক নবাগত নেতা জানিয়েছেন যে, কেন্দ্রীয় নিরাপত্তা তিনি ছেড়ে দিলেই বাঁচেন। মাসে মাসে জওয়ানদের থাকার জন্য বাড়ি ভাড়া গুনতে হচ্ছে তাঁকে। বিজেপিতে আর থাকতে চান না তিনি। তাহলে কেন বিজেপির দাওয়া নিরাপত্তা রাখতে যাবেন তিনি। এভাবে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে তীব্র মতান্তর শুরু হয়েছে গেরুয়া শিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!