এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > কোন কোন তৃণমূল নেতা-নেত্রীদের দলে নিতে চলেছেন ‘ফাঁস’ করলেন দিলীপ ঘোষ

কোন কোন তৃণমূল নেতা-নেত্রীদের দলে নিতে চলেছেন ‘ফাঁস’ করলেন দিলীপ ঘোষ

আগামীকাল গোটা দেশের সঙ্গে রাজ্যেও সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষদফার ভোটগ্রহণ হতে চলেছে। নির্বাচন শুরুর আগেই তৃণমূল কংগ্রেস জানিয়েছিল – এবারে বাংলা থেকে ৪২ এ ৪২ করে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পাল্টা দিয়ে বিজেপিও জানিয়েছিল, এ রাজ্য থেকে এবারে তারা অন্তত ২২-২৩ টি আসন জিততে চলেছে। তবে নির্বাচন এগোনোর সাথেসাথেই বিজেপির তরফে এর সঙ্গেই দাবি করা হয়েছিল শাসকদলের ১০০ জনেরও বেশি বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগে আছেন, ভোট মিটলেই নাকি তাঁরা গেরুয়া শিবিরে যোগদান করবেন।

স্বাভাবিকভাবেই তৃণমূল নেতৃত্ব বিজেপির এই দাবিকে নস্যাৎ করে জানিয়েছিলেন যে তৃণমূল বিধায়কদের বিজেপিতে যাওয়া তো অনেক দূরের কথা, এবারের নির্বাচনে বিজেপি নাকি বাংলা থেকে ‘গোল্লা’ পাবে, ফলে অনেক বিজেপি নেতার বিশেষ করে যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গেছেন তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত অন্ধকার হয়ে যাবে! মুকুল রায় দল ছাড়ার পরেও অবশ্য তৃণমূল একই কথা বলেছিল, আর সে সময় মুচকি হেসে বঙ্গ রাজনীতির ‘চাণক্য’ মুকুল রায় বলেছিলেন, ওয়েট অ্যান্ড ওয়াচ! পরবর্তীকালে দেখা গেছে, মুকুল রায়ের হাসিই চওড়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুকুলবাবুর হাত ধরে সৌমিত্র খাঁ, শঙ্কুদেব পণ্ডা, অর্জুন সিং, অনুপম হাজরা, নিশীথ প্রামানিক, ভারতী ঘোষ, দুলাল বর, মৌসুমী চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মত তৃণমূল নেতারা বা তৃণমূল নেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিতরা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। ফলে, সাধারণ মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসে যে ভাঙ্গন ধরতে পারে এই ধারণা ক্রমশ বদ্ধমূল হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। আর তাই, সাধারণ বঙ্গবাসীর মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি হয়েছে, আগামী ২৩ শে মে সত্যিই যদি তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়, তাহলে কি সত্যিই ভাঙ্গন ধরবে তৃণমূলে। আর যদি ভাঙন ধরে তাহলে কোন কোন নেতা-নেত্রীরা পা বাড়াবেন গেরুয়া শিবিরের দিকে।

জয়নগরের এক জনসভা থেকে এই ব্যাপারে কিছুটা হলেও ইঙ্গিত দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন – অত্যাচার , হিংসা, দুর্নীতির মূলে পিসি-ভাইপো – তাঁদের বাদ দিয়ে সবাইকে দলে নেওয়া হবে। ২৩ তারিখ রেজ়াল্ট – গুন্ডারা সব গর্তে ঢুকে গেছে, পুলিশ বন্ধুরা বুঝে গেছে পালাবদল হচ্ছে। বিজেপির সঙ্গে আর পাঙ্গা নিয়ে লাভ নেই, অনেক কেস দিয়েছেন, ঝামেলা করেছেন, আর ঝামেলা করবেন না। ২০২১ সাল পর্যন্ত এই সরকার থাকবে না, ২৩-২৫ টা সিট যদি জিতি তাহলে ১০০ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। খালি হাওয়াটা দেখছেন, রেজ়াল্টটা ঘোষণা হোক, এই সরকার পড়ে যাবে। সবাই ছুটে আমাদের দিকে আসবে, পিসি-ভাইপো বাদ দিয়ে সবাইকে আমরা নিয়ে নেব। ওই দুজনকে নেওয়া যাবে না – যত অত্যাচার, হিংসা, দুর্নীতির মূলে ওই দু’জন আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!