এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অত্যাধিক কেন্দ্র নির্ভরতাই কি ডুবিয়েছে বিজেপিকে? কি বলছেন বিজেপির রাজ্য নেতৃত্ব?

অত্যাধিক কেন্দ্র নির্ভরতাই কি ডুবিয়েছে বিজেপিকে? কি বলছেন বিজেপির রাজ্য নেতৃত্ব?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছিল। বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বারবার করে রাজ্যে এসেছেন, প্রচার করেছেন। যাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলেই। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক কার্যকলাপের বিরূপ প্রভাব পড়েছে দলে। বিজেপি যেমন নিজের লক্ষে পৌঁছাতে পারেনি। তেমনি কেন্দ্রীয় নেতৃত্ব বারবার রাজ্যে আসায় বিজেপির বিরুদ্ধে প্রচারের একটা বড়সড় অস্র পেয়ে যায় তৃণমূল। বিজেপির রাজ্য নেতৃত্ব এবার বিষয়টি অনুধাবন করতে পারছেন।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি জানালেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে তাঁদের অনেক সাহায্য করেছেন। এজন্য তিনি ধন্যবাদ জানাচ্ছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বকে। তবে আর কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য চান না তিনি, রাজ্যর নেতা-কর্মীরাই দল পরিচালনা করবে বলে, সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করছে, কেন্দ্রীয় নেতৃত্বের বারবার আগমন ও বারবার প্রচার হলেও তাতে কোনো লাভ হয়নি দলের। পরিবর্তে তৃণমূল বারবার বহিরাগত তকমা দিতে পেরেছে, যার ফলে পিছিয়ে পড়তে হয়েছে বিজেপিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় নেতৃত্বের বারবার রাজ্যে আসা রাজ্যবাসীও যে খুব একটা ভালো চোখে দেখেন নি, তা অনুধাবন করতে পারছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এবার রাজ্য নেতৃত্বর উপর ভরসা করেই তাই এগিয়ে যেতে চায় গেরুয়া শিবির। দলের কর্মীরাও মনে করছেন যে, কেন্দ্রীয় নেতৃত্বের ওপর অধিক নির্ভরশীলতা ডুবিয়েছে দলকে। নির্বাচনের পর বিজেপির প্রায় সমস্ত কেন্দ্রীয় নেতা চলে গেছেন। তবে, বিজেপির কেন্দ্রীয় নেতা তরুণ চুঘ সম্প্রতি রাজ্যে এসেছেন।

এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বারানসি, অযোধ্যার মত স্থানেও বিজেপি পিছিয়ে পড়েছে। বিজেপির শক্তিশালী গড় বলে পরিচিত উত্তরপ্রদেশে বিজেপির এই অবস্থা দলকে যথেষ্ট ভাবাচ্ছে। প্রশ্ন আসতে শুরু করেছে, তবে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ফিকে হয়ে পড়েছে? প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার উপর ভর করে ইতিপূর্বে যতটা সাফল্য পেয়েছিল বিজেপি, সম্প্রতি আর তেমন দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে আর কেন্দ্রীয় নেতৃত্ব নয়, এবার নিজের পায়ে দাড়ানোর উদ্যোগ নিতে শুরু করেছে রাজ্য বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!