এখন পড়ছেন
হোম > জাতীয় > আশঙ্কার ঘোর কালো মেঘ মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পে, পুজোর মুখেই বড়সড় ধাক্কা শাসক শিবিরে

আশঙ্কার ঘোর কালো মেঘ মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পে, পুজোর মুখেই বড়সড় ধাক্কা শাসক শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম হলো দুয়ারে রেশন প্রকল্প। এই দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রেশন সামগ্রী সরাসরি উপভোক্তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করা হয়। এখন এই প্রকল্পের পাইলট প্রজেক্ট রাজ্যে চলছে। চলতি মাসেই রাজ্যের অন্তত ৫০ শতাংশ বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু, মুখ্যমন্ত্রীর সাধের এই প্রকল্পে এবার এলো বিরাট প্রশ্নচিহ্ন। দুয়ারে রেশন প্রকল্প নিয়ে একাধিক রেশন ডিলার দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের। যার ফলে, পুজোর মুখেই বড়সড় ধাক্কা শাসক শিবিরে।

দুয়ারে রেশন প্রকল্পের উপরে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশকিছু রেশন ডিলার। তাঁরা অভিযোগ করেছিলেন, দুয়ারে রেশন প্রকল্পর বাস্তবায়ন করা কোনভাবেই সম্ভব নয়। একের পর এক সমস্যা রয়েছে এই প্রকল্পকে ঘিরে। তবে হাইকোর্টের পক্ষ থেকে প্রকল্পের উপর স্থগিতাদেশ জারি করা হয়নি। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রেশন ডিলারেরা। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া রেশন ডিলারস ফেডারেশন এর সঙ্গে যুক্ত হলো। জানা যাচ্ছে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাধিক রেশন ডিলার জানিয়েছেন যে, দুয়ারে রেশন প্রকল্প চালু করার মত পরিকাঠামো পশ্চিমবঙ্গ সহ দেশের কোন রাজ্যেই নেই। এই প্রকল্প চালু করতে গেলে যে পরিমাণ লোক দরকার হবে, তা রেশন ডিলারদের নেই। আর যেদিন দুয়ারে রেশন দেওয়া হবে, সেদিন দোকান বন্ধ রাখতে হবে। তাই অনেক গ্রাহক দোকানে এসে খালি হাতে ফিরে যাবেন। এছাড়া মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে গাড়ির প্রয়োজন হবে। গাড়ি কেনার জন্য রাজ্য সরকার যে টাকা দিচ্ছে, তা পর্যাপ্ত নয়। আবার গাড়ি কেনার পর সেই গাড়ি রাখাও একটা বড় সমস্যা। আবার। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী, রেশন সামগ্রী দোকানের বাইরে বের করে নেওয়া যায় না।

প্রসঙ্গত, রাজ্যে এখন পরীক্ষামূলকভাবে চলছে দুয়ারে রেশন প্রকল্প, চলতি মাসেই এই প্রকল্পের বিস্তারের সিদ্ধান্ত রাজ্য সরকারের, সেই অবস্থাতেই রেশন ডিলারদের এই পদক্ষেপ কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে সরকারের। এ প্রসঙ্গে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ অ্যান্ড রেশন ডিলার্স ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানালেন যে, দুয়ারে রেশন প্রকল্পের বাস্তবায়ন কোনভাবেই সম্ভব নয়। এর পেছনে বহু সমস্যা রয়েছে। সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। এই প্রকল্প চালু করার জন্য প্রয়োজনীয় লোকবল নেই। এছাড়া ন্যাশনাল ফুড সিকিউরিটি আইন অনুযায়ী রেশন সামগ্রী দোকানের বাইরে বের করা সম্ভব নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!