এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বিজেপির দালাল রাজ্যপাল ” সাংবিধানিক প্রধানকে এ কোন ভাষায় আক্রমণ!

“বিজেপির দালাল রাজ্যপাল ” সাংবিধানিক প্রধানকে এ কোন ভাষায় আক্রমণ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অতীতে জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময় তাকে কখনও বিরোধীদের কথায় চলছেন, আবার কখনও বিজেপির দালাল বলে আক্রমণ করতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবে বর্তমান রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে তাকে সেভাবে কটাক্ষ করেনি তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার নির্বাচনে মনোনয়নে সন্ত্রাসের ঘটনায় যখন রাজ্যপাল একের পর এক জায়গায় পৌঁছে যাচ্ছেন এবং রাজভবনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, ঠিক তখনই সেই রাজ্যপালকে বেনজির ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। সরাসরি কটাক্ষ করে তিনি বললেন, এই রাজ্যপাল বিজেপির দালালি করছেন। আর সাংবিধানিক প্রধানকে এই ভাষায় আক্রমণ করা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, এদিন রাজ্যপালের একের পর এক পদক্ষেপ নিয়ে আক্রমণ করতে দেখা যায় তৃণমূল নেতা কুনাল ঘোষকে। তিনি বলেন, “এই রাজ্যপাল বিরোধীদের হয়ে কাজ করছেন। তিনি বিজেপির দালালি করছেন। যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারা যাচ্ছে, তারা আক্রান্ত হচ্ছে, সেখানে যাওয়ার তার সময় নেই। তিনি শুধু বিরোধীদের বাড়িতে যাচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক।”

বিশেষজ্ঞদের মতে, কুনাল ঘোষ সরকারের কেউ নন। তিনি একটি রাজনৈতিক দলের মুখপাত্র। ফলে সেই মুখপাত্রের ক্ষমতা বলে তিনি কি করে রাজ্যের সাংবিধানিক প্রধানকে এত বেনজির ভাষায় আক্রমণ করতে পারেন! অনেকে বলছেন, প্রথম দিকে এই রাজ্যপাল যখন সরকারের পক্ষে একের পর এক পদক্ষেপ নিচ্ছিলেন, তখন তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তৃণমূল নেতারা  , কিন্তু এবার হিংসার ঘটনায় যখন রাজ্যপাল কড়া পদক্ষেপ নিচ্ছেন, তখন তাতেই গাত্রদাহ হচ্ছে রাজ্যের শাসক দলের। আর সেই গাত্রদাহ এত ভয়াবহ জায়গায় পৌঁছে গিয়েছে যে, রাজ্যপালকে “বিজেপির দালাল” বলে আক্রমণ করতেও ছাড়ছেন না তৃণমূলের মুখপাত্ররা। যাকে দুর্ভাগ্যজনক বলেই কটাক্ষ করছে সমালোচক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!