এখন পড়ছেন
হোম > রাজনীতি > সাতসকালে বিধায়কদের নিয়ে মিছিলে শুভেন্দু, কারন কি! জেনে নিন!

সাতসকালে বিধায়কদের নিয়ে মিছিলে শুভেন্দু, কারন কি! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ পশ্চিমবঙ্গ দিবস। আর সেই স্মৃতিকে সামনে রেখেই রাজভবনে পালিত হচ্ছে অনুষ্ঠান। যার প্রতিবাদ জানিয়ে বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একদিকে যখন রাজভবনে এই পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠান পালন করা হচ্ছে, ঠিক তখনই সাত সকালে বিজেপি বিধায়কদের নিয়ে পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন বিধানসভা ভবন থেকে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে একটি পদযাত্রা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক। আর এই মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে মিছিলের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বিজেপি বিধায়করা। আর পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ দিবসের মুহূর্তকে সামনে রেখে সাত সকালে বিজেপি বিধায়কদের এই পদযাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

বিশেষজ্ঞদের মতে, একদিকে রাজভবন যখন পশ্চিমবঙ্গ দিবস পালন করছে, ঠিক তখনই ময়দানে নেমে পড়ল রাজ্যের বিরোধী দল। তবে সর্বাত্মকভাবে এর বিরোধিতা করছে নবান্ন এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই রাজভবনের অনুষ্ঠানকে আপত্তি জানিয়ে একটি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার সেই চিঠিকে পাত্তা দেয়নি রাজভবন। নিজস্ব আঙ্গিকেই চলছে পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠান। আর সেই একইভাবে বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও সাতসকালে পদযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠান পালনে শাসক দলকে আরও চাপে ফেলে দেওয়ার কৌশল অবলম্বন করা হলো বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!