এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের সিঙ্গুর নিয়ে ক্ষোভ বাড়ছে চাষীদের, নয়া সমস্যায় জেরবার নবান্ন!

ফের সিঙ্গুর নিয়ে ক্ষোভ বাড়ছে চাষীদের, নয়া সমস্যায় জেরবার নবান্ন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সিঙ্গুরে তৃণমূলের আন্দোলনের কারণে কৃষকদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, বারবার এই অভিযোগ শুনতে হয়েছে বর্তমান তৃণমূল সরকারকে। বাম থেকে শুরু করে বিজেপি, সিঙ্গুরের ভবিষ্যৎ নষ্ট নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করানোর কারণে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। তবে পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্যের পক্ষ থেকে সেই সমস্ত কৃষকদের নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, যে এলাকায় প্রকল্প হওয়ার কথা, সেখানকার আড়াইশো শতক জমিতে চাষযোগ্য করে দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ শুরু না হওয়ায় রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। যার ফলে নতুন করে সমস্যার মুখে পড়ে গিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগে রাজ্যের কৃষি উপদেষ্টা সিঙ্গুরের তিনটি মৌজার জমি পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কিন্তু প্রতিশ্রুতিই সার। এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ একাংশের। আর সেই কারণেই এই জমি চাষযোগ্য না হওয়ায় রীতিমতো মাথায় হাত কৃষকদের। ইতিমধ্যেই গোটা বিষয়ে রাজ্যকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধী দল বিজেপি। কিন্তু কেন এখনও পর্যন্ত মূল কাজ হল না!

এদিন এই প্রসঙ্গে কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বলেন, “সেচ দপ্তরকে সিঙ্গুরের জমি টেন্ডার করে ব্যবস্থা নিতে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে কিছুটা কাজ পিছিয়ে গিয়েছে।” একাংশের মতে, এর ফলে রাজ্যের চাপ অনেকটাই বেড়ে গেল। যে সিঙ্গুর নিয়ে এত অভিযোগ বিরোধীদের, সেই সিঙ্গুর নিয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কেন রাজ্য সরকার এত দেরি করছে, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!