এখন পড়ছেন
হোম > অন্যান্য > সামনে এল মাত্র ৬৩ বছর বয়সেই অকালপ্রয়াত শর্বরী দত্তের পোস্টমর্টেম রিপোর্ট! জানুন বিস্তারে

সামনে এল মাত্র ৬৩ বছর বয়সেই অকালপ্রয়াত শর্বরী দত্তের পোস্টমর্টেম রিপোর্ট! জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অকাল মৃত্যুতে সেলেব মহলে নেমে এসেছে শোকের ছায়া। ৬৩ বছর বয়সী এই ফ্যাশন ডিজাইনারকে সম্প্রতি তাঁর দক্ষিণ কলকাতার বাড়িতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়, এবং জানা যায় তাঁর মৃত্যু হয়েছে। প্রথমে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে সেই নিয়ে সন্দেহ দানা বাঁধলেও, শেষমেষ সামনে এলো তাঁর মৃত্যু রহস্য।

বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ তার বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় শর্বরী দত্তের মৃতদেহ। জানা যায় তিনি একাই থাকতেন সেই বাড়িতে। পরিবারের তরফ থেকে অবশ্য জন্য গেছে, তার সাথে দীর্ঘক্ষণ ফোনে যোগাযোগ করতে না পারায়, শর্বরী দেবীর পুত্রবধূ তাঁর বাড়ি খোঁজ নিতে যান এবং তখনই বাড়ির শৌচাগারে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। দেখা যায়, মাথায় ও গোড়ালিতে কিছু আঘাতের চিহ্ন। সেই থেকেই কিছু প্রশ্ন উঠে আসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে প্রাথমিক ময়নাতদন্তের জানা গিয়েছে, যে সেরিব্রাল স্ট্রোকেই মৃত্যু হয়েছে শর্বরী দত্তর। পুলিশের অনুমান শৌচাগারে যাওয়ার পরই সেরিব্রাল অ্যাটাক হয় শর্বরীদেবীর এবং সেখানেই কোনো সাহায্য ছাড়াই তার মৃত্যু হয়। আরও জানা গিয়েছে, তার মাথায় কিংবা গোড়ালিতে যে আঘাতের চিহ্ন রয়েছে সেগুলো কোনোটাই তার মৃত্যুর কারণ নয়। সেরিব্রাল স্ট্রোকের সময় কোনোভাবে পড়ে গিয়েই ওই আঘাত লেগেছে বলে বিশেষজ্ঞদের অনুমান।

ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ এক নক্ষত্র ছিলেন শর্বরী দত্ত। পুরুষের “এথনিক” পোশাকে এক নতুন বিপ্লব নিয়ে আসেন তিনি ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে। ফ্যাশন দুনিয়ায় শেরওয়ানি থেকে শুরু করে আংরাখা, পিরান, বন্ধগলা ও কুর্তা, ছেলেদের পোশাকের নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন শর্বরী দত্ত। শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়াতেও তাঁর কাজ ঝড় তোলে। তবে তাঁর এই কাজের সফর শুরু হয়েছিল সেই ছোট থেকেই। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯১ সালে কলকাতার ‘দ্য কনক্লেভ’-এ তাঁর প্রদর্শনী তুমুল জনপ্রিয়তা পায়। সেই থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ পথ চলা। তবে তাঁর এহেন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলেই জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!