এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাগরিকত্বের পক্ষে সওয়াল মোদীর, কটাক্ষ মমতা সমেত, বাম কংগ্রেসকেও

নাগরিকত্বের পক্ষে সওয়াল মোদীর, কটাক্ষ মমতা সমেত, বাম কংগ্রেসকেও

ইতিপূর্বেও কেন্দ্র সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়ে জোরদার বিরোধিতা করতে দেখা গিয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে। কিন্তু বারবারই নিজের ব্যক্তিত্বের দ্বারা এবং নিজের তীব্র ভাষাশৈলীর মাধ্যমে ধরাশায়ী করতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

আর এবার যখন সংশোধিত নাগরিক আইন নিয়ে দেশের সর্বস্তরে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সংশোধিত নাগরিক আইনের বিরুদ্ধে প্রচার চলছে, সেই সময় ভারতবর্ষের রাজধানী দিল্লিতে দলীয় সভা থেকে দাঁড়িয়ে বিরোধীদের আক্রমনকে প্রতিহত করতে দেখা গেল প্রধানমন্ত্রী মোদীকে। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার দিল্লির বিধানসভা ভোট উপলক্ষে প্রচার শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

এই প্রচারে সূচনাপর্বের সমাবেশে জনসাধারণকে সম্বোধন করতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, “নাগরিকত্ব সংশোধনী আইন ভারতীয়দের জন্য নয়, এদেশে হিন্দু-মুসলমান কাউকে এই আইনের আওতার মধ্যে পড়তে হবে না। এই কথা স্পষ্টভাবে সংসদেই বলা হয়েছে। তবু কিছু লোক আন্দোলনের নামে সারাদেশে আগুন যাচ্ছে।” পাশাপাশি কিছু লোক পিছন থেকে তাদেরকে ইন্ধন যোগাচ্ছে বলেও অভিযোগ করেন নরেন্দ্র মোদী।

সংশোধিত নাগরিক আইনের ব্যাখ্যা দিতে গিয়ে এদিন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বলেন, “এদেশে 130 কোটি মানুষের কাউকে উৎখাত করা হবে না। এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। যারা আন্দোলন করছে, তাদের অনেকেই জানেনা, কেন আন্দোলন করছে!” নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “যারা আন্দোলন করছে, তারা কি অনুপ্রবেশকারীদের পক্ষে! তারা কি প্রিয় মানুষগুলোকে নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে!” বস্তুত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরাবরই তার রাজনৈতিক আক্রমণের কেন্দ্রবিন্দুতে ভারতবর্ষের প্রধান বিরোধীদল জাতীয় কংগ্রেসকে রেখেছেন। এজন্য তার ব্যতিক্রম হল না দিল্লির সমাবেশও। আর সেই সমাবেশ থেকে সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে নরেন্দ্র মোদী বলেন, “কংগ্রেস বলছে কাকে কান নিয়ে গেল, আর কেউ কেউ কাকের পিছনে দৌড়াচ্ছে। বিগত দিনে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হওয়া ব্যক্তিবর্গের মধ্যে সংখ্যালঘু মানুষজনদের আধিক্য লক্ষ্য করা গিয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

কিন্তু এদিন কার্যত দেশের মুসলমান সমাজকে অভয় দিয়ে নরেন্দ্র মোদী বলেন, “কোনো মুসলমানের ভয় পাওয়ার কারণ নেই। কাগজ সার্টিফিকেট কথা বলে আপনাদের কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিভ্রান্ত হবেন না।” বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এদিন নিজের সুর অনেকটাই চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। বিরোধীদের উদ্দেশ্যে তীব্র প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, “কিছু রাজনৈতিক দল আছে, যারা মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করে রাজনৈতিক ফায়দা তুলতে চায়। তারাই এখন আন্দোলনে নেমেছে।”

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আক্রমণের হাত থেকে এদিন বাদ পড়েনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রীতিমতো কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন, “আগে মমতা দিদি সংসদে অনুপ্রবেশের বিরুদ্ধে আওয়াজ তুলতে এখন উনি কলকাতা থেকে রাষ্ট্রপুঞ্জে চলে গিয়েছেন। সবাই জানে, উনি কাদের জন্য আন্দোলন করছেন।” মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন দেশের বামপন্থী নেতারাও আক্রমণের শিকার হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “বামেদের এখন গোটা দেশে খুঁজে পাওয়া যায় না। ওরা দেখছি, আন্দোলনে নেমেছে। কিন্তু ওদের নেতা প্রকাশ কারাট একসময় বাংলাদেশের ধর্মীয় উৎপাদনের শিকার হয়ে ভারতে আসা মানুষজনকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে আওয়াজ তুলেছিলেন। এখন তাদের গলাতেই উল্টো সুর শোনা যাচ্ছে।” সব কিছু মিলিয়ে দিল্লির জনসভা থেকে সংশোধিত নাগরিক আইনের স্বপক্ষে প্রথম সর্বজনিক স্তরে মুখ খুলতে দেখা গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

শুধুমাত্র মুখ খোলাই নয়, বিরোধীদের তীব্র আক্রমণের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, সংশোধিত নাগরিক আইন ইস্যুতে বিরোধীদেরকে একচুল জমিও ছাড়তে নারাজ ভারতীয় জনতা পার্টির সরকার। রাজনৈতিক মহল মনে করছেন, নরেন্দ্র মোদি নিজের আক্রমণের মাধ্যমে কার্যত সংশোধিত নাগরিক আইন বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর এই চ্যালেঞ্জের জবাব আগামীদিনে দেশের বিরোধী দলগুলো কিভাবে দেয়! সেদিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!