এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের নতুন পদক্ষেপে হুড়মুড়িয়ে বাড়তে চলেছে রেলভাড়া? তীব্র ক্ষোভের ইঙ্গিত জনমানসে!

কেন্দ্রের নতুন পদক্ষেপে হুড়মুড়িয়ে বাড়তে চলেছে রেলভাড়া? তীব্র ক্ষোভের ইঙ্গিত জনমানসে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহের মধ্যে অন্যতম বিতর্কিত বিষয় হল রেল। সম্প্রতি রেলকে বেসরকারি হাতে দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার বেশী খরচের দায় নামাতে। আর এই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক রাজনৈতিক মহলে। আশংকা আগেই ছিল, বেসরকারিকরণ হওয়ার ফলে রেলের প্রচুর পরিবর্তন আসবে, তার মধ্যে বেশি ভাড়া দেওয়াটাও অন্যতম। এবার রেলের বোর্ড চেয়ারম্যান ও সিইও বিনোদ কুমার যাদব জানিয়েছেন, ট্রেন যাত্রা করতে গেলে এবার থেকে দিতে হবে বেশি ভাড়া।

বেশকিছু রেলস্টেশনে এবার থেকে ইউজার চার্জ নেওয়া হবে বিমানবন্দরের মতন। এ প্রসঙ্গে নীতি আয়োগ এর সিইও অমিতাভ কান্ত জানিয়েছেন, প্রাইভেট ট্রেনের ভাড়া মার্কেটের হিসাব অনুযায়ী ঠিক করা হয়। বেশি ভাড়া নিলেও যাত্রীরা সেই হিসেবে value-added পরিষেবা পাবেন বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। জানা গিয়েছে মোট রেলস্টেশনের প্রায় 10 থেকে 15 শতাংশ স্টেশনে ইউজার চার্জ নেওয়া হবে। এ প্রসঙ্গে রেলের সিআরবি ও সিইও জানিয়েছে, 1050 টি স্টেশনে যাত্রী সংখ্যা বৃদ্ধি করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলেই রেলের উন্নয়ন আবার শুরু করা যাবে বলে মনে করা হচ্ছে। গোটা দেশে রেলের প্রায় 7000 স্টেশন রয়েছে। অন্যদিকে জানা গেছে, রেলের পক্ষ থেকে খুব শীঘ্রই ইউজার চার্জ সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে একটি নোটিশ জারি করা হবে জনসাধারণের উদ্দেশ্যে। তবে এই ইউজার চার্জ কত হবে, তা নিয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের 24 শে মার্চের মধ্যে হাই ডেনসিটি রুটে ডাবলিং, ট্রিপলিং ও ইলেক্ট্রিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে ।

রেল বেসরকারি হাতে যেতেই শুরু হয়েছে জনসাধারণের ওপর খরচের বোঝা বাড়ানো- বলে মনে করছেন বিরোধীরা। অন্যদিকে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনো সিদ্ধান্ত রেল নেবে না যাতে সাধারণ যাত্রীদের বিন্দুমাত্র অসুবিধা হয়। তবে রেলওয়ে ইউজার চার্জ বাড়ানো নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে যাত্রীদের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, ইউজার চার্জ বাড়ানো নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে ক্ষোভ জমা শুরু হয়েছে। আপাতত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!