এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার মুকুলের হাত ধরে বিজেপিতে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ সমেত শতাধিক কর্মী সমর্থক

এবার মুকুলের হাত ধরে বিজেপিতে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ সমেত শতাধিক কর্মী সমর্থক

আবার তৃণমূলের ঘর ভাঙলেন মুকুল রায়। সিঙ্গুরের পর এবার বনগাঁ। তৃণমূলের ঘর ছেড়ে এবার বিজেপিতে এসে নাম লেখালেন প্রায় ৫০০ কর্মী সহ বনগাঁর দাপুটে শাসকদলের নেতা দেবদাস মন্ডল। তিনি উত্তর ২৪ পরগনার তৃণমূলের জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত রাজনৈতিক মহলে। এদিন দেবদাস মণ্ডলের হাতে বিজেপির পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও মুকুল রায়। দেবদাস বাবু এদিন বিজেপিতে যোগ দিয়ে বলেন, বনগাঁয় আদি তৃণমূল কর্মীদের আর কোনও সম্মান দেয় না নব্য তৃণমূলীরা। ওখানে তৃণমূলের একাধিক গোষ্ঠী। এই গোষ্ঠীদের মধ্যে প্রায়ই লড়াই চলছে। তাই আমরা বিজেপিতে যোগ দিলাম। মুকুল রায়ের নেতৃত্বেই আমরা বিজেপিতে কাজ করব।
অন্যদিকে মুকুল বাবু বলেন, বনগাঁয় তৃণমূল কর্মীদের উপর অত্যাচার চলছে, মানুষের কোনও অধিকার নেই, তাই বনগাঁয় বড় জনসভা করে বিজেপি সাধারণ মানুষের আস্থা ফেরাবে। সভায় থাকবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মুকুল রায় এইভাবে একটু একটু করে ভাঙ্গন ধরানোয় রাজনৈতিকমহলের ধারণা শাসকদল একটু হলেও অস্বস্তিতে রয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ত্ব এই দাবী উড়িয়ে দিয়ে বলছেন, মানুষ তৃণমূলের সাথেই আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!