এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > যুব তৃণমূল কংগ্রেসে বড় সাংগঠনিক পরিবর্তন

যুব তৃণমূল কংগ্রেসে বড় সাংগঠনিক পরিবর্তন

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের যুব শাখায় বড়সড় পরিবর্তন হতে চলেছে। সূত্রের খবর দীর্ঘদিন ধরে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতির দায়িত্ত্ব সামলানো মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায়প্রধানকে এই পদ থেকে অব্যাহতি দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় দায়িত্ত্বে আসতে চলেছেন, সাংসদ পার্থপ্রতিম রায়। যদিও এই নিয়ে এখনই কোনও সরকারি সিদ্ধান্ত ঘোষণা করা হয় নি, তবে রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানান, মুখ্যমন্ত্রী পার্থপ্রতিম রায়কে জেলা যুব সভাপতি করার নির্দেশ দিয়েছেন, আমরা কোচবিহারে ফিরে গিয়ে এটা ঘোষণা করব।
যদিও দীর্ঘদিনের অনুগত সৈনিক অর্ঘ্য রায়প্রধানকে কেন এই পদ থেকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হল তা নিয়ে কিছুই জানা যাচ্ছে না শাসকদল সূত্রে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এর পিছনে কোনো বড় কারণ থাকতে পারে, কেননা প্রথমে ২০১৬ বিধানসভা ভোটে তাঁর বিধায়ক এলাকা পাল্টে দেওয়া হয়, পরে উত্তরবঙ্গের ভালো ফলের পরিপ্রেক্ষিতে মন্ত্রীত্ত্ব আশা করে থাকা অর্ঘ্যবাবুকে মন্ত্রীত্ত্বও দেওয়া হয় না। এখন আবার তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতির দায়িত্ত্ব থেকেও সরিয়ে দেওয়া হলো। সুতরাং সব মিলিয়ে অর্ঘ্যবাবুর দানা দিনদিন ছাঁটা হচ্ছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!