সবং উপনির্বাচন নিয়ে শাসকের রক্তচাপ বাড়িয়ে দিল বিজেপি বিশেষ খবর রাজ্য December 16, 2017 সবং উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে শাসকের রক্তচাপ তত বাড়িয়ে দিচ্ছে বিরোধী দল বিজেপি। গতকালই কলকাতার প্রকাশ্য সভামঞ্চ থেকে সবংয়ে ঠিকঠাকভাবে নির্বাচন করা নিয়ে সুর ছড়িয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায় ও রাজ্য নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আর এবার শাসকদলের উপর আরো বেশি চাপ বাড়াতে – সবং উপনির্বাচনে শাসক দলের সন্ত্রাসের বিরোধীরা প্রচার করতে পারছে না, এই অভিযোগ নিয়েই রাজ্য নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসে গেলেন লকেট চট্টোপাধ্যায়, মুকুল রায় সহ বিজেপি নেতা ও নেত্রীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদলের প্রতি তীব্র ক্ষোভ উগরে দেন সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়। তিনি বলেন, এই জায়গায় সিপিএমের নীরব সন্ত্রাস বন্ধ করতে আমরা তৃণমূলের হয়ে ২০১১ সালে ধর্নায় বসেছিলাম। আজ ইতিহাসের এমন নির্মম পরিহাস সেই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের নির্বাচন কমিশনের সামনে দ্বারস্থ হতে হচ্ছে। যদিও এই নিয়ে নির্বাচন কমিশন বা শাসকদলের তরফে কোনো বিবৃতি এখনো পাওয়া যায় নি। আপনার মতামত জানান -