৫ হাজার কোটি টাকার মানহানির মামলার সামনে কংগ্রেস নেতা জাতীয় বিশেষ খবর December 16, 2017 আর দুদিন বাদেই দেশের হাইভোল্টেজ নির্বাচন গুজরাটের ফলপ্রকাশ, যেদিকে গোটা দেশ। আপাতত প্রকাশিত বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, কংগ্রেস গুজরাটে ক্ষমতা দখল করতে না পারলেও বেশ ভালো ফল করতে চলেছে। যা নিয়ে যথেষ্ট চাপে আছে বিজেপি নেতৃত্ত্ব বলেও খবর। কিন্তু তার আগেই বড় চাপে কংগ্রেস। শিল্পপতি তথা রিলায়েন্স মালিক অনিল আম্বানি ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অভিষেক মনুসিংভির বিরুদ্ধে গুজরাট হাইকোর্টে ৫ হাজার কোটি টাকার মানহানির মামলা করলেন বলে সূত্রের খবর। প্রসঙ্গত কিছুদিন আগে মনুসিংভি অভিযোগ করেছিলেন যে কেন্দ্রের সঙ্গে আম্বানির যোগসাজশ আছে আর তার পরিপ্রেক্ষিতেই এই মামলা বলে জানা যাচ্ছে। আপনার মতামত জানান -