এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “উনি কি আদৌ মুখ্যমন্ত্রী, নাকি রাস্তার মানুষ?” – কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

“উনি কি আদৌ মুখ্যমন্ত্রী, নাকি রাস্তার মানুষ?” – কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের হয়ে প্রচারে আজ বহরমপুরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকে একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর গান্ধী মূর্তির পাদদেশে ধরনার বিষয়কে তিনি কটাক্ষ করেছেন। তিনি প্রশ্ন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ মুখ্যমন্ত্রী? নাকি তিনি রাস্তার মানুষ? তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না। তাই তাঁর পদত্যাগ করা উচিত।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছেন, তাতে শুধু মাত্র ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করে তা বন্ধ করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীকে নির্বাচনী প্রচার থেকে সম্পূর্ণভাবে আলাদা করে রাখা দরকার। এ বিষয় নিয়ে একাধিকবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর ধরনা প্রসঙ্গে তিনি জানালেন, দুঃখের বিষয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় বসেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে রাস্তায় বসে পড়েন তিনি। তিনি সুপ্রিম কোর্ট, সংবিধান কোন কিছুই মানেন না। কেন্দ্রে কোন আইন পাস হলে, তার বিরুদ্ধেও তিনি রাস্তায় নেমে পড়েন। এরপর তিনি প্রশ্ন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ মুখ্যমন্ত্রী? নাকি তিনি রাস্তার মানুষ?

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, মুখ্যমন্ত্রীর প্রচার বন্ধ করে দেয়া হোক, এর আবেদন করেছিলেন তিনি। তিনি নির্বাচন কমিশনে এ প্রসঙ্গে লিখিত অভিযোগ জানিয়ে ছিলেন। তা দেখে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তিনি অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন। পরাজিত হবেন জেনে নির্বাচন কমিশন, ইভিএম মেশিন, কেন্দ্রীয় বাহিনীকে অভিযুক্ত করতে শুরু করেছেন। নিজের বক্তব্যের মাধ্যমে তিনি মানুষকে উত্তেজিত করে তুলছেন।

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, শীতলকুচিতে যে ৪,৫ জন মারা গেছেন, তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। কথায় কথায় তিনি রাস্তায় বসে পড়েন। বিজেপি নেতাদের ওপরও এর আগে সেন্সর করা হয়েছিল। কিন্তু বিজেপি নেতারা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে ছিলেন। এভাবে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিলীপ ঘোষের একাধিক কটাক্ষের পর, এর পাল্টা জবাবে জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান জানালেন, দিলীপ ঘোষ পাগলের প্রলাপ বকছেন। তাঁর মানসিক ডাক্তার দেখানো প্রয়োজন। বাংলায় কোন অশুভ শক্তি মাথাচাড়া দিতে পারবেনা। তৃণমূলেরই জয় হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!