এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “আদালতের শরণাপন্ন হচ্ছি” সুকান্তর বক্তব্যে ব্যাপক চাপে কমিশন!

“আদালতের শরণাপন্ন হচ্ছি” সুকান্তর বক্তব্যে ব্যাপক চাপে কমিশন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মনোনয়ন পর্বকে ঘিরে বিভিন্ন ক্ষেত্রে অশান্তির ঘটনার সামনে আসছে। অনেক জায়গায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে সেই ব্যাপারে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তারপরেও নির্বাচন কমিশনের মনোভাব নিয়ে বড় দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি। যেখানে তার দাবি, নির্বাচন কমিশন আদালতের নির্দেশকে মান্যতা দিচ্ছেন না। সেই কারণে তারা আবার আদালতের দ্বারস্থ হচ্ছেন।

প্রসঙ্গত, এদিন বসিরহাটে বিজেপির অনেক প্রার্থীরা তৃণমূলের হামলার কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেনি বলে অভিযোগ। আর তাদের নিয়েই নির্বাচন কমিশনের দপ্তরে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “অনেকে মনোনয়নপত্র জমা করতে পারেননি। আমরা আবার আদালতের শরণাপন্ন হচ্ছি। কারণ নির্বাচন কমিশন আদালতের একটি নির্দেশকেও মান্যতা দেওয়ার ব্যাপারে কোনো সদর্থক পদক্ষেপ নিচ্ছেন না।” পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের মনোভাব স্পষ্ট নয় বলেও অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

পর্যবেক্ষকদের মতে, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার রায়দান করতে গিয়ে সুষ্ঠুভাবে এই নির্বাচন প্রক্রিয়া করার নির্দেশ কমিশনকে দিয়েছে আদালত। কিন্তু তারপরেও দিকে দিকে অশান্তির খবর সামনে আসছে। বিরোধী প্রার্থীরা মনোনয়নপত্র জমা করতে পারছে না বলে অভিযোগ। আর সেই ব্যাপারেই ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!