“আরও অনেক কিছু করব” কমিশনের দরজায় দাঁড়িয়ে ইঙ্গিতবাহী শুভেন্দু! বিজেপি রাজনীতি রাজ্য June 15, 2023June 15, 2023 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হলে বিজেপি যে ছেড়ে কথা বলবে না, তা পূর্বেই আভাস দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর দিকে দিকে যখন অশান্তির খবর সামনে আসছে, ঠিক তখনই নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনকে কটাক্ষ করলেন তিনি। পাশাপাশি শুধু কমিশনের দরজায় এসে বিক্ষোভ করা নয়, ভবিষ্যতে যে বিরোধী প্রার্থীদের লড়াই করার স্বপক্ষে আন্দোলন তিনি অনেক দূর নিয়ে যাবেন, সেই ব্যাপারেও আভাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রসঙ্গত, এদিন দিকে দিকে বিরোধীরা আক্রান্ত এবং মনোনয়ন জমা করতে পারছে না, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে একাধিক অভিযোগ করেন তিনি। যেখানে শুভেন্দু অধিকারী বলেন, “আরও অনেক কিছু করব। শুধু দেখতে থাকুন। এই লড়াই শেষ পর্যন্ত নিয়ে যাব, এই রাজ্যে গণতন্ত্র নেই। এই রাজ্যের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। সেফ ডেমোক্রেসি।” বিশেষজ্ঞদের মতে, এমনিতেও লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বিরোধীনেতা হিসেবে শুভেন্দু অধিকারী প্রতি সময়ে বুঝিয়ে দিচ্ছেন, তিনি এক চুল জায়গা ছেড়ে কথা বলবেন না। আর নির্বাচনের দামামা বাজার পর বিরোধী প্রার্থীরা আক্রান্ত হলেই যে তিনি সোচ্চার হবেন, তা স্পষ্ট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেই কথা মতোই কমিশনের দরজায় গিয়ে রীতিমত গণতন্ত্রের ধ্বংস নিয়ে সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -