Big Breaking মুহুর্মুহু বোমাবাজি, মনোনয়ন পর্ব ঘিরে রক্তাক্ত ভাঙড়! তটস্থ জনতা! রাজনীতি রাজ্য June 13, 2023 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এমনিতেই মাঝেমধ্যে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হতে দেখা যায় ভাঙ্গড়কে। আর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যখন উত্তেজনা বাড়ছে, তখন মনোনয়ন পর্বে সেই ভাঙ্গড় উত্তপ্ত হতে পারে এমনটা আশঙ্কা ছিলই। আর সেই আশঙ্কাকে সত্যি করেই বিডিও অফিসের সংলগ্ন এলাকায় মুহুর্মুহু বোমাবাজির ঘটনায় রীতিমত খবরের শিরোনামে উঠে এলো সেই ভাঙ্গড়। মূলত, এদিন আইএসএফের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। আর সেই প্রক্রিয়া শুরু হতেই আইএসএফ কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে লাগাতার বোমাবাজি হয় বলে অভিযোগ। যেখানে পরিস্থিতি সামলাতে কার্যত ব্যর্থ হয় পুলিশ। সূত্রের খবর, কিছুক্ষণ আগেই আইএসএফ কর্মী সমর্থকেরা দল বেঁধে মনোনয়ন জমা দেওয়ার জন্য বিডিও অফিসে আসতে শুরু করেছিলেন। কিন্তু রাস্তাতেই তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে তাদের বচসা হয়। পরবর্তীতে বিডিও অফিসের কাছেই একটি এলাকায় একের পর এক মুড়ি মুড়কির মত বোমা বাজির ঘটনা সামনে আসে। যেখানে পুলিশকে লক্ষ্য করে এই বোমাবাজি হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, রণক্ষেত্রকর এই পরিস্থিতিতে জীবন হাতে নিয়ে গোটা ঘটনার সম্প্রচার করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা। বিরোধীদের প্রশ্ন, এটাই কি তাহলে সুষ্ঠ নির্বাচনের নমুনা! বারবার নির্বাচন কমিশন বলেছে, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করাতে তাদের সব চেষ্টা থাকবে। এমনকি মনোনয়ন জমা দেওয়ার পর্বে শান্তি বজায় রাখতে ভিডিওগ্রাফির বন্দোবস্ত করা হয়েছিল। শুধু তাই নয়, মনোনয়ন পত্র জমা করার এক কিলোমিটার পর্যন্ত জারি করা হয়েছিল ১৪৪ ধারা। কিন্তু তারপরেও যেভাবে ভাঙ্গড়ে নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে গেল এবং একের পর এক বোমা বাজি ঘটলো, তাতে নির্বাচন নিয়ে কার্যত অশনি সংকেত তৈরি হয়েছে বিরোধীদের কাছে। গুলি, বোমাবাজির পর প্রবল আতঙ্ক নিয়ে ভবিষ্যতে পঞ্চায়েত নির্বাচনে কতটা উৎসাহের সঙ্গে শামিল হবে জনতা জনার্দন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আপনার মতামত জানান -