এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূল মনোনয়ন শুরু করলে চরমে উঠবে অশান্তি” বিস্ফোরক দিলীপ ঘোষ!

“তৃণমূল মনোনয়ন শুরু করলে চরমে উঠবে অশান্তি” বিস্ফোরক দিলীপ ঘোষ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হতেই রাজ্যের জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। তবে সেই ঘটনায় ব্যাপক মাত্রায় হিংসা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি জায়গাতেই অভিযোগ উঠছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। আর এই পরিস্থিতিতে মনোনয়নে অশান্তি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তার দাবি, তৃণমূল যখন মনোনয়ন জমা দিতে শুরু করবে, তখন অশান্তি আরও বাড়বে।

প্রসঙ্গত, এদিন জেলায় জেলায় মনোনয়ন পর্বকে ঘিরে যে অশান্তি তৈরি হয়েছে, তা নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এই বিজেপি নেতা। এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এখন যে অশান্তি হচ্ছে সেই অশান্তির কোনো কারণই নেই। যা শোনা যাচ্ছে, তৃণমূল আজ থেকে মনোনয়ন জমা দিতে শুরু করবে। আর ওরা যখন মনোনয়ন জমা দিতে শুরু করবে, তখন অশান্তি আরও বাড়বে।”

অনেকে বলছেন, তৃণমূলের মধ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। কে পঞ্চায়েতে প্রার্থী হবে, তা নিয়ে বিভিন্ন জায়গায় নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে হিমসিম খাচ্ছে রাজ্যের শাসক শিবির। তাই তৃণমূল মনোনয়ন জমা দিতে গেলে দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে বলেই বুঝিয়ে দিতে চাইলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!