এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচার পেতেই বিদ্যুৎ দপ্তরে শুভেন্দু! মারাত্মক অভিযোগ হেভিওয়েটের!

প্রচার পেতেই বিদ্যুৎ দপ্তরে শুভেন্দু! মারাত্মক অভিযোগ হেভিওয়েটের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে ক্রমাগত লোডশেডিংয়ের প্রবণতা বাড়ছে। তীব্র গরমে যেভাবে লোডশেডিং হচ্ছে, তাতে নাজেহাল রাজ্যবাসী। আর এই পরিস্থিতিতে সেই গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার বিদ্যুৎ দপ্তরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে বিরোধী দলনেতাকে স্লোগান তুলতে দেখা যায়, “লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার”। আর এবার শুভেন্দু অধিকারীর এই প্রতিবাদ নিয়ে প্রশ্ন তুলে তাকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তার দাবি, শুভেন্দু অধিকারীর কোনো কাজ নেই। সেই কারণে প্রচার পেতে এই সমস্ত কিছু করে বেড়াচ্ছেন।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে তৃণমূল বিধায়ক তাপস রায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বর্ষিয়ান নেতা বলেন, “আসলে ওর কোনো কাজ নেই। তাই প্রচার পাওয়ার জন্য এই সমস্ত কিছু করে বেড়াচ্ছেন। রাজ্যে লোডশেডিং শব্দটা উঠেই গিয়েছে। কিন্তু প্রবল গরমের কারণে রেফ্রিজারেটর এবং এসির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যার জন্য একটু সমস্যা হচ্ছে। তবে যেটুকু সমস্যা রয়েছে, খুব দ্রুত তা মিটিয়ে ফেলবে রাজ্য সরকার।”

বলা বাহুল্য, সম্প্রতি তীব্র দাবদাহের মধ্যে রাজ্যে ঘনঘন লোডশেডিং হতে শুরু করেছে। যে রাজ্য সরকার দাবি করে, লোডশেডিং রাজ্য থেকে উঠে গিয়েছে, সেখানে গরমের মধ্যে কেন মানুষকে এত যন্ত্রণার মুখে পড়তে হচ্ছে! আর সেই প্রশ্ন তুলে ধরেই এদিন বিদ্যুৎ দপ্তরে গিয়ে আধিকারিকের কাছে গোটা বিষয়টি জানতে চান রাজ্যের বিরোধী দলনেতা। প্রশ্ন করেন অব্যবস্থা নিয়ে। স্বভাবতই শুভেন্দু অধিকারী গোটা বিষয় নিয়ে রাজ্যকে চাপে ফেলতেই তৃণমূল বিধায়কের পক্ষ থেকে কটাক্ষ করা হলো বিরোধী দলনেতাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!